
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানের হারে হঠাৎ ছন্দপতন ঘটেছে লিটন দাসের দলের। ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে থাকা বাংলাদেশ হঠাৎই ব্যাটিং ব্যর্থতায় থমকে যায়। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় আজ একই ভেন্যুতে নামতে হচ্ছে সিরিজ বাঁচানোর মিশনে। জয়ের বিকল্প নেই—এমন পরিস্থিতিতে দলটির ওপর বাড়তি চাপও কাজ করছে।
তবে মাঠে নামার আগেই নতুন এক উদ্বেগের নাম আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ইতোমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে, যা বৃহস্পতিবার ও শুক্রবার আরও বাড়বে।
তবে কিছুটা আশার খবরও আছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব। তাই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা থাকলেও, খেলা শুরু বা শেষ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
অন্যদিকে, দলীয় চিন্তার জায়গা ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৬ রানে হার মানে বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—কেউই দায়িত্ব নিতে পারেননি। ম্যাচ শেষে পেসার তানজিম হাসান সাকিব বলেন, পাওয়ার প্লেতে উইকেট হারানোই ছিল মূল সমস্যা। কেউ যদি সেট হয়ে খেলতে পারত, তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। মিডল অর্ডারের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে দলের ভেতরে।
অধিনায়ক লিটন দাসও ব্যাটারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন, বিশেষ করে শামীম পাটোয়ারির ব্যর্থতা নিয়ে। গুরুত্বপূর্ণ মুহূর্তে মাত্র ১ রানে আউট হওয়ার পাশাপাশি শেষ ছয় ইনিংসে চারবার শূন্য রানে ফেরার বিষয়টি দলের জন্য উদ্বেগের। তাই আজকের ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে—শামীমের বদলে ফিরতে পারেন জাকের আলী, আর পেস আক্রমণে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। সর্বোপরি, আজ বাংলাদেশের সামনে দ্বৈত চ্যালেঞ্জ—একদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, অন্যদিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’ ও ব্যাটিং দুর্বলতার পরীক্ষা।
/টিএ