
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আমরা অনেকেই শখের বসে দামি ফোন কিনে থাকি কিন্তু কখনও ভাবি না সেই ফোনটি বৈধ কিনা। দেশের মোবাইল বাজারে অনেকেই অবৈধ বা ক্লোন ফোন ব্যবহার করেন, যা শুধু ব্যক্তিগত ঝুঁকি নয়, বরং রাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতি করে। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধের পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার।
নতুন ব্যবস্থার মাধ্যমে শুধু অনুমোদিত, বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই নম্বরযুক্ত ফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কের সুবিধা পাবেন না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এটি মোবাইল ফোন সংক্রান্ত
বিটিআরসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিম থেকে সংঘটিত হয়। এছাড়া অবৈধ মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। এনইআইআর ব্যবস্থার মাধ্যমে এই ক্ষতি কমানো সম্ভব হবে।
নতুন ব্যবস্থার আওতায় ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন কেনার আগে বৈধতা যাচাই করা বাধ্যতামূলক হবে। যে কোনো বিক্রয়কেন্দ্র, অনলাইন স্টোর বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার সময় রশিদ সংরক্ষণ করা আবশ্যক। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হবে।
মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে হলে প্রথমে মেসেজে লিখতে হবে “KYD” এবং ১৫ অঙ্কের আইএমইআই নম্বর। উদাহরণস্বরূপ: KYD 123456789012345। এরপর এটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি বার্তার মাধ্যমে ফোনের বৈধতা জানা যাবে। এই সহজ পদক্ষেপে ক্রেতারা নিশ্চিত হতে পারবেন যে তাদের ফোন বৈধ এবং সরকারি নীতি অনুযায়ী অনুমোদিত কিনা।
/টি