
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই টি২০ দলের ক্রিকেটারদের যেতে হয়েছে চট্টগ্রামে। দুই দিনের প্রস্তুতি নিয়ে খেলতে হবে তিনটি টি২০ ম্যাচ। লিটন কুমার দাসের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বকাপের আগে ভালো উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার দারুণ সুযোগ এটি।
হোম সিরিজে ভালো উইকেটে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন খেলোয়াড়রাও। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের স্পোর্টিং উইকেটে খেলতে হবে বিশ্বকাপ। সেটি মাথায় রেখে চট্টগ্রামে টি২০ সিরিজ আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটারদের সহায়ক, যেখানে বিপিএলে ২০০ রানের বেশি করার রেকর্ড রয়েছে। ফ্ল্যাট উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখা যাবে, এবং কোচ ফিল সিমন্স দেখতে পারবেন ব্যাটাররা
সাম্প্রতিক সময়ে টি২০ ক্রিকেটে ভালো খেলছে বাংলাদেশ। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়েছেন লিটন কুমার দাসরা। এ বছরের শুরুটা খারাপ হলেও শ্রীলঙ্কা সফর দিয়ে ছন্দ ফিরে পেয়েছে দল। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা। এরপর মিরপুরে স্লো ও লো উইকেটে পাকিস্তানকে হারিয়েছে এবং এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে দারুণ সাফল্য দেখিয়েছে।
ভারত ও পাকিস্তানের বিপক্ষেও জয় হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে ছিল উন্নতির ছাপ। এই টুর্নামেন্ট দিয়েই উত্থান ঘটেছে সাইফ হাসানের, যিনি ভারত-পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে জাতীয় দলে জায়গা পাকা করেছেন। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। এবার দেশের মাটিতে সাইফের সঙ্গে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও জাকের আলীর জন্যও নিজস্ব সেরা ছন্দ দেখানোর বড় সুযোগ তৈরি হয়েছে।
/টিএ