
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির শীর্ষ একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর আচমকা টেস্ট অধিনায়কত্ব ছাড়েন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি, নতুন অধিনায়কও ঘোষণা করা হয়নি।
তবে নানা গুঞ্জন পেছনে ফেলে শান্তই আবারও টেস্ট দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। প্রথমে তিনি দায়িত্ব নিতে অনাগ্রহী থাকলেও পরে বোর্ডের এক সাবেক ক্রিকেটার (বর্তমানে পরিচালক) তাঁকে রাজি করাতে সক্ষম হন।
এর আগে টেস্ট অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নাম আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত শান্তকেই আবারও দায়িত্ব দিচ্ছে বিসিবি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বিসিবির ক্রিকেট
কত দিনের জন্য শান্তকে টেস্ট অধিনায়ক করা হবে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এবার দীর্ঘ মেয়াদেই লাল বলের দায়িত্বে থাকবেন তিনি।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে লিটন দাসকে টেস্ট নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে টেস্ট অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। তবে এখনো বোর্ডের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি।”