বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি - বিইউবিটিতে চলমান BUBT Research Week 2026 এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে পোস্টার প্রেজেন্টেশন। এ আয়োজনে বিইউবিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা তাঁদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট ৬৬টি দল এই পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও পেশাজীবীরা। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহফুজুল হক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মো. আলম হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মো. আলমগীর হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি

অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি; প্রফেসর ড. মো. হারুন-উর-রশীদ আসকারি, ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন উপাচার্য, কুষ্টিয়া এবং ব্যারিস্টার মুস্তাসিম তানজীর, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। পুরো আয়োজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আহসান হাবিব, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিইউবিটি।
পোস্টার প্রেজেন্টেশনে অনুষদভিত্তিক অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। Faculty of Business and Economics থেকে ১০টি, Faculty of Sciences and Engineering থেকে ১৫টি, Faculty of Computer Science and Artificial Intelligence থেকে ১৫টি, Faculty of Arts, Humanities and Social Sciences থেকে ৮টি, Faculty of Law থেকে ৬টি এবং BUBT Research Graduate School থেকে ১২টি গবেষণাধর্মী পোস্টার উপস্থাপন করা হয়। উপস্থাপিত পোস্টারগুলোর মধ্য থেকে নির্বাচিত চ্যাম্পিয়নদের BUBT Research Week 2026 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
পোস্টার প্রেজেন্টেশন পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা তাঁদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল উপস্থাপন করেন। বিচারকদের গঠনমূলক মতামত ও দিকনির্দেশনার মাধ্যমে উপস্থাপনাগুলো আরও সমৃদ্ধ হয়। এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা, উদ্ভাবনী সক্ষমতা এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২৫ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য BUBT Research Week 2026-এর মাধ্যমে বিইউবিটি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক নানা আয়োজন বাস্তবায়ন করছে।