
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকার মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকা থেকে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন সোনিয়া শারমিন কান্তা (৪২) নামে একজন নারী। সেই সময় থেকে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি ।
শারমিনকে খুঁজে পেতে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে কোথাও খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ। নিখোঁজ শারমিনের -বাসা নং-১/৩, ফ্ল্যাট নং- ৫/বি, আসাদ এভিনিউ, থানা- মোহাম্মদপুর, ঢাকা।
পরিবার সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ২৩ জানুয়ারি দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সোনিয়া শারমিন কান্তা (৪২) বর্তমান বাসা থেকে তার স্বামীর বাসা তাজমহল রোডে যাওয়ার জন্য বের হয়। কিন্তু তার
নিখোঁজের বর্ননাঃ উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং: উজ্জল শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পরনে: হালকা গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ ১৭ বিস্কিট বংয়ের ওড়না চুল বব কাটিং সামনের চুল কিছু সাদা-কালো রং, পায়ে বাটা সেন্ডেল স. হাতে একটি চটের ব্যাগ ছিল। কোনো সুহৃদয়বান ব্যাক্তি শারমিনের খোঁজ পেলে (০১৭১৫০২৮৮৭৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।