
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লোকালবাসে করে গন্তব্যে যেতে হয় বহু যাত্রীদের।তবে সেখানে অনেক নারী যাত্রীকে হেনস্থার শিকার হতে হয়। কেউ চুপ করে থাকেন আর কেউ প্রতিবাদেফেটে পড়েন। তেমনি এক তরুণী তারগন্তব্যে যেতে উঠেছিলেন বাসে। কিন্তু সেখানে হঠাৎই শুরু হয় এক উত্তপ্তবাকবিতণ্ডা। আর এর জেরেএক ব্যক্তিকে জুতাপেটা শুরু করেন সেই তরুণী। আর এমন ভিডিও এবার ভাইরাল হয়েছে সামজিক মাধ্যমগুলোতে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, সেই তরুণীর পোশাক নিয়ে হঠাৎ কটু মন্তব্য করে বসেন এক মধ্যবয়সী ব্যক্তি। শুধু তাই ই নয়, ওই তরুণী একথার প্রতিবাদ করতে তার সিটের সামনে গেলে সেই ব্যক্তি হঠাৎ অশালীন ভাষায় আক্রমণ করে ওই তরুণীর দিকে উল্টো মারমুখী হয়ে তেড়ে আসেন। এসময়
এসময় কয়েকজন নারীকে ওই তরুণীর হয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। যদিও বাকবিতণ্ডা থামাতে দৃশ্যমানভাবে কেউই এগিয়ে আসেনি সেসময়। আর পেছনের সিট থেকে কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওটির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এদিকে ভিডিওটিতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ওই তরুণীর পক্ষে লিখেছেন যে, অন্যায়ের প্রতিবাদ এভাবেই করা উচিত। আবার অনেকেই ওই ব্যক্তি ঠিক কাজ করেছেন এমনটাও বলেছেন। কারণ, অনেক নেটিজেনের মতে ধর্মীয় অনুশাসন না মানায় প্রতিবাদ করেছে ওই ব্যক্তি আর তা অনেকের মতেই ঠিক কাজ হয়নি। কারণ, ভালো আচরণের মাধ্যমে যে কাজ করা সম্ভব তা বাচে আচরণ দিয়ে পাওয়ার আশা করাটাও ঠিক না বলেও মত দিয়েছেন অনেক নেটিজেন। /টিএ