
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাত্র ৪ দিনের ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছিল গোটা মধ্যপ্রাচ্যে। মার্কিন সমঝোতায় যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি। হুমকি-পাল্টা হুমকিতে আবারো বাজছে যুদ্ধের ঘনঘটা। পাকিস্তান এরই মধ্যে বাড়াচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা। কিছুদিন আগেই সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করেছিল দেশটি। তবে এবার আলোচনায় এসেছে এক ভিন্ন বিষয়। সম্প্রতি পাকিস্তানের আকাশে দেখা গেছে এক রহস্যময় দৃশ্য, যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে মোদি সরকারের মনে। বলা হচ্ছে, গোপনে ভয়ংকর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধান শহর কোয়েটার আকাশে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দেখা যায় অদ্ভুত আকৃতির এক মেঘ, যা দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো। মুহূর্তেই এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কোনো উত্তর দেননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি–র এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, “পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে?” উত্তরে তিনি কৌতূহল জাগিয়ে বলেন, “এসব প্রশ্ন জনসমক্ষে করা ঠিক নয়। এমন বিষয় গোপনে জানা ভালো।” তাঁর এই রহস্যময় উত্তরই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।
তবে দেশটির আবহাওয়া বিভাগ পুরো ঘটনাকে প্রাকৃতিক বলেই ব্যাখ্যা করেছে। এক্স-এ দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, “কোয়েটার আকাশে দেখা মেঘটি ছিল লেনটিকুলার ক্লাউড, যা সাধারণত পাহাড়ি এলাকায় বাতাস স্থির থাকলে গঠিত হয়।” যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও একে প্রাকৃতিক ঘটনা বলে নিশ্চিত করেছে। তবে অনেকেই বলছেন, এমন ব্যাখ্যা দিয়ে সরকার হয়তো প্রকৃত সত্য আড়াল করছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য হলেও, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের আড়ালে কি শুধুই প্রকৃতির খেলা, নাকি পাকিস্তানের গোপন সামরিক শক্তি পরীক্ষার নিঃশব্দ বার্তা? এর সঠিক উত্তর হয়তো সময়ের হাতেই।
/টিএ