logo
youtube logotwitter logofacebook logo

‎মানিকগঞ্জে অভিনব কায়দায় কুমির ধরলো এলাকাবাসী

‎মানিকগঞ্জে অভিনব কায়দায় কুমির ধরলো এলাকাবাসী - image

‎মানিকগঞ্জে অভিনব কায়দায় কুমির ধরলো এলাকাবাসী

08 নভেম্বর 2025, সকাল 8:52

মানিকগঞ্জের সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়নের গোপালখালী এলাকায় ইছামতি নদীর শাখা খালের থেকে একটি কুমিরকে অভিনব কায়দায় ধরেছে এলাকা বাসী।‎‎শুক্রবার(০৭ নভেম্বর) রাত ৯ ঘটিকায় দড়ি দিয়ে অভিনব কায়দায় গোপালখালির খাল থেকে এই কুমের ধরে এলাকাবাসী।‎‎জানা যায়, গত সাত দিন যাবত কুমিরটির বিচরন এই খালে দেখা যাচ্ছে । সরকারের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করায়,সমস্ত গ্রামবাসী দড়ি দিয়ে কায়দা করে এই কুমিরটিকে ধরে ফেলে । খালটির আশেপাশে জনবসতি থাকায় এলাকার মানুষজন কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলো। তবে এলাকাবাসীর ধারনা এইখানে আরো কুমির রয়েছে‌।‎‎এর আগে,ধুলশুরা ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতে বিভিন্ন সময়  এলাকাবাসী কুমির দেখতে পান।তবে ঠিক সেই কুমির এটি কিনা তা কেউ বলতে পারেনি ।‎‎হাটিপাড়া এলাকার সাইদুল জানান, কয়েকদিন যাবত এলাকার মানুষ বলাবলি করতে ছিল কুমির নিয়ে।এমনকি কয়েকটি ভিডিও ধারণ করেছিলো এতে জনমনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়।‎‎চৌকিঘাটা গ্ৰামের মুন্নু বলেন, আজকে যে কুমিরটিকে ধরা হয়েছে তা এর আগেও দেখা গেছে ।বন বিভাগকে খবর পাঠানো হয়েছিলো তবে কেউ আসেনি। আশেপাশে বাড়িঘর থাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে বিশেষ কায়দায় কুমিরটিকে পাকড়াও করে। কুমিরটি ধরে নিরাপদ স্থানে রেখে বন ও প্রাণিসম্পদ বিভাগকে  খবর পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন কালকে সকালে আসবেন।এমআর/

নভেম্বর ০৮, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo