logo
youtube logotwitter logofacebook logo

সোনাক্ষী সিনহা

আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া - image

আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া

27 মে 2023, বিকাল 6:00

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসছে ২৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) আসর। মধ্যপ্রাচ্যের দেশটিতে যেন বসেছিল তারার মেলা। হঠাৎই এই আয়োজনে হাজির বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যেখানে আরও উপস্থিত ছিলেন সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফাতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা। জয়া আহসান রবিবার রাতে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে আবুধাবিতে আইফার আয়োজনে হাজির হয়েছেন তিনি। আইফায় জয়ার উপস্থিতি ভক্তদের জন্য বড় চমক হয়ে এসেছে। আইফার আয়োজনে উপস্থিতির ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। একটি ছবিতে জয়াকে দেখা যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে। বাঙালি এই নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন জয়া। অনিরুদ্ধর নতুন সিনেমা ‘কড়ক সিং’ অভিনয় করছেন তিনি। ‘কড়ক সিং’-এ জয়ার সহশিল্পী হিসেবে রয়েছে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘিসহ অনেকে। অন্য এক ছবি দেখে বিস্মিত জয়ার ভক্তরা। তাতে জয়াকে দেখা যাচ্ছে হালের আলোচিত বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘ডারলিংস’-এ আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিজয়। চলতি মাসে সোনাক্ষী সিনহার সঙ্গে ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এই তরুণ অভিনেতা। এদিকে, আগামী ২ জুন জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মে ২৭, ২০২৩
কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক - image

কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক

09 জুন 2024, বিকাল 6:00

ভারতের নবনির্বাচিত বিজেপি দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডে সরগরম নেটদুনিয়া। ইতোমধ্যে শোবিজের অনেকেই অভিনেত্রীর পক্ষে কথা বলেছেন, আবার কেউ দাঁড়িয়েছেন তার বিপক্ষে। এবার কঙ্গনার পাশে দাঁড়ালেন সাবেক প্রেমিক হৃতিক রোশন।একটা সময় গভীর প্রেম ছিল দুজনের। সম্পর্ক ভাঙার পর থেকে একে অন্যকে এড়িয়ে চলেন তারা। কিন্তু বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারা ঘটনার বিরোধিতা করা একটি পোস্টে লাইক দিয়েছেন হৃতিক। যেন এই লাইকের মাধ্যমেই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তিনি। ‘কৃষ ৩’, ‘কাইটস’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক-কঙ্গনা। এরপরই অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যে আসে বিস্ফোরক খবর। কঙ্গনা অভিযোগ করেন— বিবাহিত হওয়া সত্ত্বেও তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। পরে বিষয়টি নিয়ে কাদা-ছোড়াছুড়ি হয় বলিপাড়ায়। তবে সেসব অতীত। দুজনেই ভিন্ন পথে হেঁটে নতুন করে সাজিয়েছেন জীবন। এখন হৃতিকের জীবনে পদার্পণ হয়েছে সাবার। অন্যদিকে ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা। নির্বাচনে জেতার পর দিল্লিতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই ঘটে চড়কাণ্ড। যার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ফায়ে ডি সুজা লিখেছেন, কোনোকিছুর জবাব হিংসা হতে পারে না। বিশেষ করে যে দেশে মহাত্মা গান্ধীর অহিংসার নীতি প্রাধান্য পায়। তিনি আরও লেখেন, কোনো ব্যক্তির কথা কিংবা দৃষ্টিভঙ্গি নিয়ে যতই আপত্তি থাক না কেন, হিংসার মাধ্যমে তার প্রতিবাদ করা যায় না। আর এমন হিংসাত্মক ঘটনাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। বিষয়টি আরও মারাত্মক। কারণ, নিরাপত্তারক্ষী উর্দি পরে বিষয়টি করেছেন। ফায়েরের সেই পোস্টেই নাকি লাইক দিয়েছেন হৃতিক। শুধু তিনি নন, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহা, জোয়া আখতার, সোনি রাজদানরাও লাইক দিয়েছেন। এমনকি কঙ্গনার একাধিক বক্তব্যের সমর্থন না করলেও হিংসাত্মক প্রতিবাদের বিরোধিতা করেছেন ঋতাভরী, বিদীপ্তারাও। অন্যদিকে অভিযুক্ত সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দরের পাশে দাঁড়িয়ে তাকে চাকরির প্রস্তাব দিয়েছেন সুরকার বিশাল দাদলানি।

জুন ০৯, ২০২৪
বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা - image

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা

09 জুন 2024, বিকাল 6:00

অনেকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সমসাময়িক অধিকাংশ তারকা বিয়ের পিঁড়িতে বসলেও সোনাক্ষী কারো গলাতে এখনও মালা দেননি।  তবে ভক্তদের জন্য সুখবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল।  ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। এদিকে সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ বছর আর জাহিরের ৩৫। ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গেছেন সোনাক্ষী। প্রেমিক জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা।

জুন ০৯, ২০২৪
আজ সোনাক্ষীর বিয়ে - image

আজ সোনাক্ষীর বিয়ে

22 জুন 2024, বিকাল 6:00

অবশেষে চার হাত এক হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের। বলিপাড়ার খবর, আজ রোববার (২৩ জুন) জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা। তবে হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, নেহাতই রেজিস্ট্রি করেই হতে চলেছে এই বিয়ে। এ বিয়েতে পাত্র বা পাত্রী কারোরই কোনো ধর্ম পরিবর্তনের প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন জাহির ইকবালের বাবা। খবর হিন্দুস্তান টাইম এদিকে শুরুর দিকে শোনা যাচ্ছিল ভিন্ন ধর্মে একমাত্র মেয়ের বিয়ে মানতে পারছেন না শত্রুঘ্ন সিনহা। আর এই বিয়ে নিয়ে সমস্যা যে হয়েছিল তা সাংবাদমাধ্যমের কাছে স্বীকারও করে নিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বিয়ের আগে ঝামেলা হওয়াটা স্বাভাবিক, ঝামেলা ছিলও, তবে যা কিছু সমস্যা ছিল তা মিটে গিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত মেয়ের থেকে দূরে সরে থাকতে পারেননি তিনি। সোনাক্ষী-জাহিরের বিয়েতে তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন ও পুণম। এদিকে সোনাক্ষীর বিয়ের আগে ইতোমধ্যেই আলোর রোশনাই-এ সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’। জাহিরের বাড়িতেও সাজো সাজো রব। তবে পাত্র মুসলিম হলেও মেয়ের বাড়িতে কিন্তু রীতি মেনেই হল পুজো। সোনাক্ষীর বিয়ে উপলক্ষ্যে- ‘রামায়ণ’-এর মন্দিরে পুরোহিত ডেকে পুজো করাতে দেখা গেল পুণম সিনহাকে। মেয়ে সোনাক্ষীকে নিয়েই সেই পুজোয় বসেছিলেন পুণম। সেই ছবি ও ভিডিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই সিনহাদের ‘রামায়ণ’-এর বাড়িতে বিয়ের পোশাকও ঢুকতে দেখা যায়। একটা ক্রিম ও গোলাপি রঙের লেহেঙ্গা, আকাশি রঙের গর্জাস টপ এবং অফ হোয়াই রঙের শেরওয়ানি ঢুকতে দেখা যায় সোনাক্ষীর বাড়িতে। তবে এই পোশাকগুলো পাত্র-পাত্রীর বিয়ের পোশাক নাকি অন্যান্যদের পোশাক, সে বিষয়টি স্পষ্ট নয়। জানা গেছে আবু জানির পোশাকেই বিয়ের দিন সাজবেন সোনাক্ষী। অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ পোশাকে সাজবেন জাহির ইকবাল। জানা যাচ্ছে, সোনাক্ষী সিনহার এই বিয়ে ‘হীরামাণ্ডি’র সকল তারকারাই উপস্থিত থাকবেন। থাকবেন খোদ ‘ভাইজান’ সালমান খানও। এ ছাড়াও ইন্ডাস্ট্রি থেকে আরও অনেকেই উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে, সোনাক্ষীর বিয়েতে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহার ভাইয়েরাও আমেরিকা থেকে আসছেন। তবে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই বিয়ের রেজিস্ট্রি হবে জাহির ইকবালের বাড়িতে। এদিকে, এই বিয়ে নিয়ে জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি জানিয়েছেন, সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনো মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন ওঁরা। ইকবাল জোর দিয়ে আরও বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। সোনাক্ষীও নয়। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনওনো কাজ নেই।’ তিনি জানিয়েছেন ঈশ্বর এক, হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ। ব্যাপারটা একই। তাই এসব নিয়ে তিনি চিন্তিত নন। জানান তাঁর আশীর্বাদ সবসময় জাহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে।

জুন ২২, ২০২৪
সোনাক্ষী ও জাহিরের বিয়ে - image

সোনাক্ষী ও জাহিরের বিয়ে

23 জুন 2024, বিকাল 6:00

সপ্তাহখানেক ধরেই জল্পনা চলছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। মেহেদির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ-সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের। আর রোববার বিয়ে সারলেন সোনাক্ষী ও জাহির। সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী। আর সাদা পাঞ্জাবিতেই দেখা মিলল জহিরের। জানা যায়, সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল তাদের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন তারা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেও নিয়েছেন নবদম্পতি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড তারকারা।

জুন ২৩, ২০২৪
বিয়ের পর প্রকাশ পেল সোনাক্ষী-জাহিরের আদুরে ছবি - image

বিয়ের পর প্রকাশ পেল সোনাক্ষী-জাহিরের আদুরে ছবি

25 জুন 2024, বিকাল 6:00

বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। ২৩ জুন রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি শেয়ার করেছিলেন সোনাক্ষী। এরপর মঙ্গলবার সামনে এল নবদম্পতির বিয়ের ফটোশ্যুটের বেশকিছু আদুরে ছবি।  হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর সোনাক্ষী-জাহির ফটোশ্যুট করেছেন শুধুই লাল-সাদার কম্বিনেশন। এসময় জাহিরের পরনে সাদা শ্যুট। আর সোনাক্ষীর পর লাল বেনারসি। ছবিতে দেখা যায়, নতুন বউ সোনাক্ষীর কপালে গাল ঠেকিয়ে তার হাত বুকের কাছে টেনে ধরেছেন জাহির। দীর্ঘ দিনের ভালোবাসাকে এভাবে কাছে পেয়ে পরম আবেশে জড়িছেন দুজন।তারমধ্যে একটি ছবিতে জাহিরের কপালে চুম্বন এঁকে দিতে দেখা গেল সোনাক্ষীকে। আর একে অপরকে হাত মুষ্ঠিবদ্ধ করে ধরেছিলেন। রিসেপশন লুকে সকলকে চমকে দেন সোনাক্ষী। লাল বেনারসি, সিঁথিতে চওড়া সিঁদুর আর হাতে আলতা লাগিয়ে সনাতন ধর্মীয় নববধূর চিরন্তন বেশে ধরা দেন সোনাক্ষী। ২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন। ২০২২ সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল।

জুন ২৫, ২০২৪
সোনাক্ষী-জাহিরের ‘বিউটিফুল সানসেট’ - image

সোনাক্ষী-জাহিরের ‘বিউটিফুল সানসেট’

02 জুলাই 2024, বিকাল 6:00

বলিউডের তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের দীর্ঘ ৭ বছরের প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের পর ইতোমধ্যেই মধুচন্দ্রিমায় গিয়েছেন এ নব-দম্পতি। সোশ্যাল মিডিয়ায় হানিমুনে গিয়ে রোমান্টিক মুডের বেশকিছু ছবিও শেয়ার করেছেন সোনাক্ষী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর ইনস্টাস্টোরিতে শেয়ার করা ছবিতে যাচ্ছে, কোনও এক বহুতল ভবনের সুইমিং পুলে মনোরম সূর্যাস্তের সময় একান্তে সময় কাটাচ্ছন জাহির-সোনাক্ষী। পুলের কিনারায় হেলান দিয়ে পানীয়র গ্লাস হাতে দুজনার সে ছবির ক্যাপশনে সোনাক্ষী লেখেন, ‘বিউটিফুল সানসেট (রেড হার্ট ইমোজি)।’ এদিকে দুজনের একসঙ্গে ছবি জাহির নিজেও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি আরও সুন্দর কিছু দেখতে পাচ্ছি।’ এছাড়া একটি ভিডিওতে জাহির-সোনাক্ষীকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার সময় জোরে জোরে হাসতে হাসতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ও আমার উপর চিৎকার করতে গেলে কিন্তু আমি পরমুহূর্তে ওকে হাসতে বাধ্য করেছি। তবে তারা কোথায় বেড়াতে গিয়েছেন তা কেউই প্রকাশ করেননি।

জুলাই ০২, ২০২৪
দ্বিতীয় হানিমুনে কোথায় গেলেন সোনাক্ষী-জাহির? - image

দ্বিতীয় হানিমুনে কোথায় গেলেন সোনাক্ষী-জাহির?

17 জুলাই 2024, বিকাল 6:00

দীর্ঘ ৭ বছর সম্পর্কে থাকার পরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ধর্মীয় আচারহীন বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কয়েক জন তারকা এবং দম্পতির আত্মীয় পরিজন। তাদের বিয়ের পর থেকেই চারিদিকে নানা ধরনের খবর। প্রথমে শর্ট ট্রিপ আর এবার জমিয়ে দ্বিতীয় মধুচন্দ্রিমা। সোনাক্ষী ইনস্টাগ্রামে এই বিশেষ ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন। যেখানে তাকে সুইমিং পুলের কাছে বেশ আনন্দে মেতে থাকতেও দেখা গিয়েছে। তার ভক্তেরা মাঝেমধ্যেই এই বিয়ে নিয়ে নানা মন্তব্য করলেও, মধুচন্দ্রিমার ছবি দেখার জন্য যে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে একথা বলা যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী তার মধুচন্দ্রিমার ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘এখন আমাকে এখানে জাহির ইকবালের জন্য অপেক্ষা করতে হবে। কারণ, আমাদের দু’জনের আলাদা ফ্লাইট ছিল।’ একইসঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। ভক্তেরা সোনাক্ষীর এই ছবিগুলোকে খুব পছন্দ করেছেন এবং তাঁর সুখী বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন।বিয়ের পর ফিলিপিনসে দ্বিতীয় হানিমুন সেলিব্রেট করেছেন সোনাক্ষী ও জাহির।  সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমস্ত মুহূর্ত তাদের ভক্তদের সঙ্গে ভাগ করেও নিচ্ছেন। সোনাক্ষী এবং জাহিরের এই ছবিগুলি দেখে এটা স্পষ্ট যে তারা তাদের বিবাহিত জীবন ভীষণভাবে উপভোগ করছেন এবং একে অপরের সঙ্গে প্রতিটি মুহূর্তকে উদযাপনের মাধ্যমে বিশেষ করে তুলছে।

জুলাই ১৭, ২০২৪
বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ - image

বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

16 সেপ্টেম্বর 2024, বিকাল 6:00

বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা। ভক্তেরা এই সুখবরে রীতিমতো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে অদিতি ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার সূর্য, আমি তোমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’ অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাদের একটি মন্দিরের বাইরে দেখা গেছে। অদিতিকে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। তার চুলে ফুলের মালা, যাতে নববধূকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছে। সিদ্ধার্থকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গেছে। এমনকি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে বিয়েটা হয়েছে।অদিতি-সিদ্ধার্থের এই ছবির একটিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে দু’জনে। পুরোহিত বিয়ের সমস্ত আয়োজন করছেন। দু’জনেরই গলায় মালা। দু’জনে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা। সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, দুলকার সালমান, আথিয়া শেঠি, দিয়া মির্জা-সহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন। অদিতি ২০০২ সালে আইনজীবী তথা প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন কিন্তু ২০১২ সালে বিয়ে করলেও, তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে চাননি। এক বছর পরে ২০১৩ সালে, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এবং সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন। অদিতির যখন মাত্র ১৭ বছর বয়স, তখন সত্যদীপের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ২৪ বছর বয়সে অদিতি সত্যদীপকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি তার বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। কারণ সেই সময় তাকে ইন্ডাস্ট্রিতে ভীষণই সংগ্রাম করতে হচ্ছিল। দু’জনের পথ আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। ২০২১ সালে অদিতি এবং সিদ্ধার্থের ‘হা সমুদ্রম’-এর সেটে দেখা হয়। দু’জনের ডেটিংও শুরু হয় সেখান থেকেই। ২৮ মার্চ, ২০২৪-এ, তারা বাগদানের ছবি শেয়ার করেছিলেন। সিদ্ধার্থেরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি ২০০৩ সালে মেঘনাকে বিয়ে করেন। দু’জনে দিল্লিতে একে অন্যের প্রতিবেশী ছিলেন এবং প্রেমে পড়েন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। এবং ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সেপ্টেম্বর ১৬, ২০২৪
সোনাক্ষী সিনহার প্রিয় দুটি সিরিজ - image

সোনাক্ষী সিনহার প্রিয় দুটি সিরিজ

26 এপ্রিল 2025, বিকাল 6:00

যারা সিদ্ধান্ত নিতে পারছেন না কী দেখবেন, তাদের জন্য সোনাক্ষী সিনহা শেয়ার করেছেন তার বর্তমান পছন্দের দুটি সিরিজ। বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে, বলিউড অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন। ডাব্বা কার্টেল ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই হিন্দি সিরিজটি কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প নিয়ে, যারা খাবারের ব্যবসা চালায়। তারা বাড়িতে রান্না করে এবং লাঞ্চবক্সে ভরে বিভিন্ন অফিসে পাঠিয়ে দেয়। তবে দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়, এবং তাদের লাঞ্চবক্সে মাদক পরিবহন হতে থাকে। তাদের পিছু নেয় পুলিশ। সিরিজটিতে শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডে প্রমুখ জনপ্রিয় অভিনেত্রীরা অভিনয় করেছেন। সোনাক্ষী সিনহা বলেন, “সিরিজটি খুব উপভোগ করেছি। নারীদের মুখ্য চরিত্রে রেখে অসাধারণ কাজ হয়েছে। অভিনয়ের তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে পুরো সময় ধরে আকর্ষণ করেছে।” মডার্ন ফ্যামিলি এটি সোনাক্ষীর সব সময়ের প্রিয় একটি সিটকম। ২০০৯ সালে এবিসি চ্যানেলে শুরু হওয়া এই সিরিজটি ১১টি সিজন ও ২৫০টি পর্বের মাধ্যমে ২০২০ সালে শেষ হয়। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে, যেখানে একক, যৌথ এবং সমকামী পরিবারগুলোর প্রতি মুহূর্তের গল্প কমেডির মাধ্যমে দেখানো হয়েছে। সোনাক্ষী বলেন, “এটি খুব হাসির, হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প। পরিবারের সদস্যরা একে অপরের পাশে দাঁড়িয়ে এবং একে অপরকে বুঝার চেষ্টা করে, তারই সান্নিধ্য পাওয়া যায়। সিরিজটি আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে কিভাবে একটি পরিবার হওয়া উচিত। বহু বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার প্রিয় সিরিজ।”

এপ্রিল ২৬, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo