logo
youtube logotwitter logofacebook logo

তানজিন তিশা

আজ প্রচার হবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’ - image

আজ প্রচার হবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০২ জুন) রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত ‘ধ্র“ব মিউজিক ষ্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। এবারের বাবিসাস অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে তিন গুণী শিল্পী সংগীতশিল্পী আপেল মাহমুদ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় কমেডি অভিনেতা টেলিসামাদকে। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় একসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কে। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা শিল্পী-কুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক (এমপি), ধ্র“ব মিউজিক ষ্টেশনের সত্তাধীকারী ধ্র“ব গুহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পরীমনি-সায়মন, সোহেল, তানজিন তিশা, ইভান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী, পুজা, রবী চৌধুরী, ঐশি প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

জুন ০১, ২০১৬
ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ধন্যবাদ’ - image

ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ধন্যবাদ’

01 জুলাই 2016, বিকাল 6:00

প্রচার- ঈদের পরের দিন, রাত ১১টা ৫০ মিনিট পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান ভিন্ন স্বাদের আয়োজন নিয়ে প্রতি বছরই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হয় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’। এবারের ঈদেও প্রচার হবে অনুষ্ঠানটি। পাঁচটি সেগমেন্টে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, নাচ, গান এবং দুইটি আড্ডা। দুটি আড্ডারই বিষয় বেশ মজাদার। প্রথম আড্ডায় অংশগ্রহন করেছেন সুমন পাটওয়ারী, তুষার খান এবং আনন্দ। বিভিন্ন বিষয় নিয়ে মজা করার পাশাপাশি শাড়ি পড়ে তিনজনই হাজির হবেন দর্শকদের সামনে। অন্য আড্ডায় থাকবেন শিরিন বকুল, বিপ্লব সাহা, চাঁদনী এবং কামরুল। অনুষ্ঠানে হেয়ার এক্সপার্ট কামরুল হাজির হবেন বোরকা পড়ে। থাকবে বিভিন্ন বিষয় নিয়ে মজাদার অলোচনা ও আড্ডা। অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ নিয়ে হাজির হবেন কনা এবং বিপ্লব সাহা। রাজন সাহা’র আনচান আনচান করে মন তোর লাগিয়া গানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে গাইতে এবং নাচতে দেখা যাবে তাদের। এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তানজিন তিশা এবং সোহেল রহমান জুটি। অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশগ্রহন করবেন মডেল হিরা সহ অন্যরা। ইমতু রাতিশ ও আমব্রিন এর উপস্থপনা এবং নাহিদ রহমান ও লবী রহমানের পরিচালনায় ‘ধন্যবাদ’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরের দিন রাত ১১টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

জুলাই ০১, ২০১৬
এবার রিকশাচালকের ভূমিকায় তানজিন তিশা - image

এবার রিকশাচালকের ভূমিকায় তানজিন তিশা

27 জুন 2022, বিকাল 6:00

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অসংখ্য দর্শকপ্রিয় নাটক তার ঝুলিতে। ফুটিয়ে তুলেছেন নানা চরিত্র। এবার রিকশা চালকের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।নাটকের নাম ‘রিক্সা গার্ল’। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। আর এতে তানজিন তিশার চরিত্রের নাম শিখা।নাটকটিতে দেখা যাবে- শিখা, এক সংগ্রামী নারীর নাম। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে, তার সংগ্রামের এক সংসার। প্রতিদিন বোনকে স্কুলে নামিয়ে শিখা তার রিক্সা নিয়ে কাজে যায়। পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিক্সা চালানোর পিছনে লুকিয়ে ‘রেজাউল’ নামের অন্য এক মানুষের গল্প।তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে। রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেয়া। কখনও বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্যদিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প।সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে। নাটকটিতে তানজিন তিশার বিপরীতে রেজাউল চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল রেজাউল। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন আরও অনেকেই।নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আযহার অনুষ্ঠানমালায় রিকশা গার্ল নাটকটি বেসরকারি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

জুন ২৭, ২০২২
তিন নায়িকার সঙ্গে রাজের ছবি ও ভিডিও ফাঁস নিয়ে যা বললেন পরীমণি - image

তিন নায়িকার সঙ্গে রাজের ছবি ও ভিডিও ফাঁস নিয়ে যা বললেন পরীমণি

29 মে 2023, বিকাল 6:00

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে চিত্রনায়ক শরিফুল রাজের কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে। এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ অবশ্য নাম উল্লেখ না করে দোষারোপ করেছেন চিত্রনায়িকা পরীমণিকে। মঙ্গলবার (৩০ মে) গণমাধ্যমকে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি। এদিকে নায়ক রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ওই রাতেই ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে সুনেরাহ বলেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’ এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বলেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’ এর আগে এদিন দিবাগত রাতে সুনেরাহ বিনতে কামাল তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। “ন ডরাই” সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’ স্ট্যাটাসে সবশেষ তিনি আরও লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

মে ২৯, ২০২৩
জেমসের জাদুতে মোহিত হলো হলিউড - image

জেমসের জাদুতে মোহিত হলো হলিউড

29 মে 2023, বিকাল 6:00

জীবন্ত কিংবদন্তি জেমসের কণ্ঠের জাদুতে এবার মোহিত হলো হলিউড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো গানের আসরে দেশীয় ব্যান্ড সংগীতে দর্শক মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস। চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৭ ও ২৮ মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফর্ম করেছেন নগর বাউলখ্যাত জেমস। রঙিন মঞ্চে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে তোলে দর্শক হৃদয়। অনুষ্ঠানে সবার শেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। এ গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দসহ নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী।

মে ২৯, ২০২৩
মদ্যপ অবস্থায় তানজিন তিশা - image

মদ্যপ অবস্থায় তানজিন তিশা

29 মে 2023, বিকাল 6:00

বর্তমান সময়ের জনপ্রয়ি অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে তার। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটে মধ্যে। সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। তবুও তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন। যদিও ভাইরাল এই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তিশা। কিন্তু বিষয়টি নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

মে ২৯, ২০২৩
ফাঁস হওয়া ভিডিও নিয়ে অনুরাগীদের যে অনুরোধ করলেন তিশা - image

ফাঁস হওয়া ভিডিও নিয়ে অনুরাগীদের যে অনুরোধ করলেন তিশা

31 মে 2023, বিকাল 6:00

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার। এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে দেশে ফিরে আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুশিয়ারি দেন তিশা। স্ট্যাটাসে তিনি লেখেন— ‘দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি আমেরিকায় আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এ জন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি৷ আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি।’ তিনি লেখেন— ‘প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটি নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে এতটুকুই বলব— ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ।’ ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এ পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি— আমার এ ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না। তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এ ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।’ ‘দ্বিতীয়ত এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এ ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন, সেখানে আমি তার সঙ্গে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না। বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’ এ অভিনেত্রী আরও লেখেন, ‘তৃতীয়ত—একজন মানুষের প্রাইভেসি, হেম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যে অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।’ তিনি লেখেন, ‘চতুর্থত—শরিফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছে রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই— পরিবারের সামনে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো— এ দায়ভার কী তোমার না? কারণ তুমিই তো বলেছো— তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছ না?’ সবশেষ তিশা লেখেন— ‘যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব। তবু রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।’ প্রসঙ্গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

মে ৩১, ২০২৩
ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ - image

ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

09 জুন 2023, বিকাল 6:00

শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত হয়েছেন তিনি। আর তাইতো বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে। এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনো অ্যাক্টিব আছে। প্রসঙ্গত, গেল ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়।

জুন ০৯, ২০২৩
অপূর্ব-তটিনী জুটির নতুন নাটক ‘রাতের শেষে’ - image

অপূর্ব-তটিনী জুটির নতুন নাটক ‘রাতের শেষে’

24 জুন 2023, বিকাল 6:00

সিনেমার মতো নাটকেও জুটি প্রথা গড়ে উঠেছে বহু আগে। বিশেষ করে কোনো নায়ক বা নায়িকা জনপ্রিয় হলে তার সঙ্গে সহশিল্পী একজন দাঁড়িয়ে যায় জুটি হিসাবে। নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও তেমনি বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর ও তানজিন তিশা। তবে তটিনী নামে নতুন এক অভিনেত্রীর সঙ্গে তার রসায়ন বেশ জমে উঠেছে। দু’জনে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে। দর্শক সেগুলো পছন্দও করছেন। তাদের অভিনীত নাটক গেল ঈদে প্রচার হয়। দুটি নাটকই প্রশংসিত হয়েছে। এবারের ঈদে অপূর্ব ও তটিনীকে নিয়ে নাজমুল রনি নির্মাণ করেছেন নাটক ‘রাতের শেষে’। ঈদের তৃতীয় দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। নিজেদের জুটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘তটিনী সিরিয়াস টাইপের একজন অভিনেত্রী। অভিনয় শেখার আগ্রহ তার প্রবল এবং ভীষণ মনোযোগী।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এরইমধ্যে কয়েকটি নাটকে কাজ করেছি। তিনি ভীষণ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখছি-এটাই অনেক বড় প্রাপ্তি।’

জুন ২৪, ২০২৩
আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি : তানজিন তিশা - image

আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি : তানজিন তিশা

07 আগস্ট 2023, বিকাল 6:00

গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমে বিষয়টিকে খুব গুরুত্ব দেননি তিনি। কিন্তু রবিবার থেকে তার অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ করেই ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তানজিন তিশা। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিশাকে হাসপাতালেই অবস্থান করতে হয়। এরপর গতকাল সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আসেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন। তিশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আজকে বিকেলেই হাসপাতাল থেকে বাসায় এসেছি। বাসার সবাই দেখাশোনা করছেন, যত্ন নিচ্ছেন।’ অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ ৪/৫ দিন ধরেই আমি অসুস্থ বোধ করছিলাম। এরপর দেখলাম সারা শরীর অনেক ব্যাথা করছে। আমি ভাবলাম ডেঙ্গু হলো কি না! কিন্তু গতকাল ঘুম থেকে ওঠার পর শরীর অনেক বেশি খারাপ লাগছিল, অনেক অস্থির লাগছিল। এরপর আম্মুকে জানানোর পর বাসায় একজন ডাক্তার এসে স্যালাইন দিয়ে যায়। স্যালাইন দেওয়ার পর আমি আরও অনেক বেশি অস্থির হয়ে পড়ি। এত খারাপ লাগছিল যা বলার বাহিরে। এরপর জ্বর চলে আসে প্রায় ১০৩ ডিগ্রির মতো। এমনটা কখনোই হয়নি এর আগে। এরপর বাসার সবাই মিলে আমাকে নিয়ে হাসপাতালে যায়। গতকাল হাসপাতালেই ছিলাম। সেখানে সারারাত স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। এখন অনেকটা ভালো অনুভব করছি।’

আগস্ট ০৭, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo