logo
youtube logotwitter logofacebook logo

কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং এর মৃত্যু - image

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং এর মৃত্যু

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যাম মারা গেছের। স্থানীয় সময় ভোরে দেশটির রাজধানী সিউলের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় : স্যাম দীর্ঘদিন ধরে জটিল রক্ত সংক্রমণে ভুগছিলেন। এরমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ মেয়াদে দেশের সপ্তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কয়েক দশক ধরে সামরিকতন্ত্রবিরোধী আন্দোলনের জন্য তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা বলে মনে করা হয়। বারবার সেনাঅভ্যুত্থানে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় ইয়ং-স্যামের মাধ্যমেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারায় ফিরেছিল।

নভেম্বর ২১, ২০১৫
লড়াকু জয়ে শুরু জকোভিচের - image

লড়াকু জয়ে শুরু জকোভিচের

27 জুন 2022, বিকাল 6:00

র‌্যাঙ্কিংয়ে ৮১তম কেওন সুন-ও। দক্ষিণ কোরিয়ান টেনিস তারকার বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। সাবিয়ান সুপারস্টার জয়টা ঠিকই পেলেন। তবে উইম্বলডনের মিশন শুরুর ম্যাচে সাফল্য পেতে বেগ পেতে হয়েছে ২১টি গ্র্যান্ড স্লামের মালিকের। সোমবার উইম্বলডনে নিজের প্রথম ম্যাচে কেওনের বিপক্ষে একটি সেট হেরে জকোভিচের পক্ষে ফল ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ গেম। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সুন-ও। দক্ষিণ কোরিয়ান তারকার দুর্দান্ত সার্ভ ফেরাতেও অসুবিধা হচ্ছিল জকোভিচের। সার্বিয়ান তারকার সার্ভিস ভেঙে প্রথম সেটেই এক সময় ৩-১ এগিয়ে গিয়েছিলেন কেওন। ছন্দ ফিরে পেয়ে টানা পাঁচটি পয়েন্ট পেয়ে গেম জিতে নেন জকোভিচ। দ্বিতীয় সেটটা জিতেই নেন কেওন। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান জকোভিচ। দ্রুত ম্যাচ নিয়ন্ত্রণে নেন তিনি। শেষ পর্যন্ত জোকারের অভিজ্ঞতার বিরুদ্ধে পেরে ওঠেননি কেওন। দু’জনের লড়াই চলে ২ ঘণ্টা ২৭ মিনিট। টানা চতুর্থ উইম্বলডন ট্রফির মিশনে আগামীকাল দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসের মুখোমুখি হবেন জকোভিচ। এ বার শিরোপা জিতলে মোট ৭ বার উইম্বলডন জিতে ছুঁয়ে ফেলবেন পিট সাম্প্রাসকে। সামনে থাকবেন শুধু রজার ফেদেরার (৮)। এদিকে তৃতীয় বাছাই ক্যাসপার রুড ৭-৬, ৭-৬, ৬-২ গেমে হারালেন আলবার্তো রামোস ভিনোলাসকে। নবম বাছাই ক্যামেরন নরি ৬-০, ৭-৬, ৬-৩ গেমে হারান পাবলো আন্দুজারকে। মহিলাদের বিভাগে জিতলেন ইংল্যান্ডের খেলোয়াড় এমা রাডুকানু। সোমবার প্রথম রাউন্ডে তিনি ৬-৪, ৬-৪ হারান অ্যালিসন ফান উইটফাঙ্ককে। গত ৪৫ বছরে কোনো বৃটিশ নারী উইম্বলডন শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। রাডুকানুর নৈপুণ্যে ভর করে আক্ষেপ ঘোচানোর স্বপ্ন বুনছেন ইংলিশ সমর্থকরা। ১৯৭৭ সালে সবশেষ উইম্বলডন জিতেছিলেন গ্রেট বৃটেনের ভার্জিনিয়া ওয়েড।

জুন ২৭, ২০২২
কলেরার দ্বিতীয় ডোজ: প্রথম দিনে সাড়া কম - image

কলেরার দ্বিতীয় ডোজ: প্রথম দিনে সাড়া কম

02 আগস্ট 2022, বিকাল 6:00

পূর্ব ঘোষণা অনুযায়ী ঝুকিপূর্ণ রাজধানীর পাঁচ এলাকায় আজ বুধবার সকাল ৮টা থেকে চলছে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। তবে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের প্রথম দিনে তেমন সাড়া মিলছে না। আবার অনেকে টিকা নিতে আসলেও সঙ্গে কার্ড না আনায় ফেরত যেতে হয়েছে। তবে যারা নিয়ম মেনে টিকা নিতে এসেছেন, কোন ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই নিতে পারছেন। রাজধানীর সবুজ, বাসাবো, মুগদাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বুধবার সকাল ৮টায় রাজধানীর সবুজবাগের ১৭০টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান। এসব এলাকার জন্য ৪ লাখ ১৭ হাজার টিকা বরাদ্দ। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত খুব একটা সাড়া নেই। উত্তর বাসাবো কেন্দ্রের হিসাবরক্ষক আব্দুল্লাহ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘টিকা নিতে আমরা মাইকিং করেছি। সঙ্গে করে কার্ড আনতে বলেছিলাম। কিন্তু অনেকে সেই নির্দেশনা মানেননি। ফলে তাঁদের ফেরত পাঠাতে হচ্ছে। সকাল থেকে সোয়া ১২টা পর্যন্ত এই কেন্দ্রে তিনশজন টিকা নিয়েছেন। যেহেতু সময় আছে, আশা করা হচ্ছে টিকা নেওয়ার হার বাড়বে।’ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) পরিচালিত মুখে খাওয়ার এই টিকা কার্যক্রম রাজধানীর দুই সিটি করপোরেশনের সাতশ কেন্দ্রে চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে সবজুবাগ ছাড়াও যাত্রবাড়ীতে ১০০টি, দক্ষিণখানে ১৫৭টি, মিরপুরে ৯৫টি এবং মোহাম্মদপুরে ১৭৮টি কেন্দ্র রয়েছে। এসব এলাকায় ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের এই টিকা। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি ইউভিকল প্লাস নামের কলেরার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত। এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীরা নিতে পারছেন এ টিকা। গর্ভবতী মহিলা এবং যারা গত দুই সপ্তাহের মধ্যে অন্যকোনো টিকা নিয়েছে তারা ব্যতীত সকলেই এই টিকা নিতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্যকোনো টিকা নেওয়া যাবে না। এর আগে গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেওয়া হয় প্রথম ডেজ। দেশে অন্যান্য বছরের তুলনায় এ বছর ডায়রিয়ার প্রকোপ বেশি হওয়ায় কলেরায় আক্রান্তও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেবল আইসিডিডিআর, বি হাসপাতালে যেসব ডায়রিয়ার রোগী আসছে, তাদের ২০ ভাগই কলেরায় আক্রান্ত। আর ঢাকার বাইরে এই হার ১০ শতাংশ।

আগস্ট ০২, ২০২২
বিশ্বে করোনা সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে জাপান - image

বিশ্বে করোনা সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে জাপান

03 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

চলমান করোনা মহামারিতে এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১১শ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৪ লাখের নিচে। রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ছয়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ২ হাজার ৪৬৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৬০২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪২৫ জন এবং মারা গেছেন ৩৪৭ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৪ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিল গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮০ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৯৭ জন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৪৮ জন। একইসময়ে তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৮১২ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৬৯৯ জন। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১২ জন এবং মারা গেছেন ৫২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ২৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সেপ্টেম্বর ০৩, ২০২২
দক্ষিণের জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া - image

দক্ষিণের জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

01 নভেম্বর 2022, বিকাল 6:00

উত্তর কোরিয়া বুধবার বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে মিসাইলগুলো ছোড়া হয়। এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দীপ উলেউংদোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীনভাবে এগুলো শক্তি প্রদর্শন করছে। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক অস্ত্রধারী’ দেশ হিসেবে ঘোষণা দেন কিম জং উন। আর এই তকমা ‌‘অপরিবর্তনীয়’ বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরে মিসাইল নিক্ষেপের তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এ পর্যন্ত দেশটি অন্তত ৪০টি মিসাইল উৎক্ষেপণ করেছে। বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া আজ পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন। পিয়ংইয়ংয়ের সবশেষ এই উসকানিমূলক আচরণের ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বিরোধপূর্ণ সমুদ্রসীমার দক্ষিণে এসে পড়ে। এলাকাটি দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থিত। চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের সতর্ক করার এক দিন পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল। উত্তর কোরিয়ার এ আচরণকে অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও হুমকি বলে বর্ণনা করেছেন বিশ্লেষকেরা। সূত্র: বিবিসি।

নভেম্বর ০১, ২০২২
দুই বন্ধু পর্তুগালের স্তম্ভ - image

দুই বন্ধু পর্তুগালের স্তম্ভ

19 নভেম্বর 2022, বিকাল 6:00

এ বছরের শুরুতে জাতীয় দলের একটা সংবাদ সম্মেলনে পেপেকে নিয়ে কথা বলতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, 'পেপে পর্তুগাল দলের ফার্নিচার।' এমন কথার পর সামনে বসা সাংবাদিকরা কিছুটা স্তব্ধ হয়ে যান। মূলত ফার্নিচার শব্দটি তিনি বড় সম্পদ অর্থেই ব্যবহার করেছেন। হ্যাঁ, শুধু পেপে নন; রোনালদোও এই দলের পিলার। তাঁদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একসঙ্গে রিয়াল মাদ্রিদ মাতিয়েছেন। এর পর হয়তো দু'জনের পথ দু'দিকে বেঁকে যায়, কিন্তু থেমে নেই জাতীয় দলের খবরদারিটা। ড্রেসিংরুমে তাঁরাই রাজা। দু'জনের কথা বাকিদের শুনতে হয়। না শুনে উপায় আছে! অভিজ্ঞতা বলি আর বয়স বলি- সব দিক থেকেই তো তাঁরা এগিয়ে। তাই অনেক সময় রোনালদোকে কোচের ভূমিকাও নিতে হচ্ছে। এবার কাতারের মহামঞ্চেও তাঁরাই সারথি। দু'জনই হয়তো নিজেদের শেষ বিশ্বকাপ খেলবেন। এর পর আর দেখা যাবে না পর্তুগালের জার্সি গায়ে কোনো মহাআসরে। সেই ২০০২ সালে প্রথম দেখা। এর পর বন্ধুত্ব। দেশ ও ক্লাব মিলিয়ে অনেকটা পথ হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন, জয় করেছেন একের পর এক ট্রফি। সব মিলিয়ে তাঁদের দু'জনের সম্মিলিত শিরোপা ১৫টি। স্পোর্টি সিপিতে থাকাকালে পেপের সঙ্গে বন্ধুত্বটা জমে ওঠে। এক সাক্ষাৎকারে সেই স্মৃতি রোমন্থন করেন রোনালদো, 'আমি তার বন্ধু। ২০ বছর আগে আমাদের দেখা হয়। সে ক্রমেই আমার আপন হয়ে যায়। তাকে সবাই সম্মান করে। দল জানে, সে কতটা গুরুত্বপূর্ণ আমােেদর জন্য।' রোনালদোর জন্য বিশ্বকাপটা বেশিই স্পেশাল। এমন একজন মহানায়কের হাতে যদি সোনালি ট্রফিটা না-ই ওঠে, তাহলে হয়তো আফসোস থেকেই যাবে। এবারের আগে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন সিআর সেভেন। খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি তাঁর দল। এবার ফার্নান্দো সান্তোসের নিখুঁত বিচার-বিশ্নেষণে দারুণ একটা দল গড়েছে পর্তুগিজরা। তরুণের সঙ্গে অভিজ্ঞও আছেন, যাঁরা কিনা কাতার মাত করতে পারেন সহজেই। তা ছাড়া আর ১০টি দেশ যেখানে কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায়। পর্তুগালের প্রাণভোমরা রোনালদো বলে দিয়েছেন, কন্ডিশন কোনো বাধা হবে না তাঁদের জন্য। তাঁরা প্রস্তুত। তাঁর এমন আত্মবিশ্বাসই বলে দিচ্ছে পর্তুগাল আগের আসরগুলো থেকে এবার বড় কিছু করতে চায়। আজ থেকে শুরু হওয়া সেই মহাযজ্ঞের গ্রুপ পর্বে পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানাকে। ২৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় পর্তুগিজদের প্রথম ম্যাচ ঘানার সঙ্গে। আপাতত তাদের দৃষ্টি সেই ম্যচেই। শুরুটা জয় দিয়েই রাঙাতে চায় পর্তুগাল। এরই মধ্যে শেষ প্রস্তুতি ঝলক দেখিয়েছে। রোনালদোকে ছাড়াও নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। যেটা মূল মঞ্চে পা রাখার আগে সান্তোসের দলের জন্য ইতিবাচক দিক। তবে গ্রুপ পর্বটা টপকানো সহজ হবে না পর্তুগালের জন্য। ঘানাও এবার কোমর বেঁধে নামতে চায়। আরেক দল উরুগুয়েও আছে ছন্দে। এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াও ছাড় দিতে নারাজ। সেক্ষেত্রে পর্তুগাল ভুল করলেই পড়তে পারে বিপাকে।

নভেম্বর ১৯, ২০২২
বাইডেনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক - image

বাইডেনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক

13 জানুয়ারি 2023, বিকাল 6:00

চীনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শুক্রবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে গুরুত্ব পায় তাইপে প্রণালিতে বেইজিংয়ের তৎপরতা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নানা বিষয়। খবর রয়টার্সের। জানা যায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে স্বাগত জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় বরাবরের মতো ওয়াশিংটন-টোকিওর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন কামালা হ্যারিস।এর পরপরই হোয়াইট হাউসের বাইরে আরেক দফায় জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। পরে সেখানে চলে দুই নেতার মুখোমুখি বৈঠক। বৈঠকে পূর্বঘোষণা অনুযায়ী, গুরুত্বারোপ করা হয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে। এ ছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও তাইওয়ান প্রণালিতে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে আলোচনা হয় দুই সরকারপ্রধানের মধ্যে। ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিষয়টিও উঠে আসে বৈঠকে। সব ছাপিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্প্রতি জাপানের প্রতিরক্ষা খাতে সরকারের ৩২ হাজার কোটি ডলারের বিনিয়োগকে পূর্ণ সমর্থন দেন বাইডেন। এ ছাড়া চলতি বছরের আসন্ন জি-সেভেন সম্মেলনে জাপানের সভাপতিত্ব ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ম্যান্ডেটের জন্যও সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।আর ওয়াশিংটনের সঙ্গে টোকিওর নজিরবিহীন কৌশলগত ও সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কিশিদা। গত বছরের মে মাসে বাইডেনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান সফরের পর এবার ফুমিও কিশিদা উপস্থিত হলেন হোয়াইট হাউসে। বাইডেন-কিশিদার মধ্যকার এ বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের কাছে এটি শত্রুতামূলক আচরণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও জাপানকে স্নায়ুযুদ্ধের মানসিকতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানুয়ারি ১৩, ২০২৩
উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ - image

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ

18 এপ্রিল 2023, বিকাল 6:00

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো গোয়েন্দা সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। দেশটি ইতোমধ্যে স্যাটেলাইটের নির্মাণ কাজ শেষ করেছে। বুধবার (১৯ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।  প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম জং উন পরিকল্পনা অনুযায়ী শিগগিরই স্যাটেলাইটটি উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পিয়ংইয়ং মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে। কিম সম্প্রতি ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে জানান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় এ ধরনের স্যাটেলাইট প্রয়োজন। তিনি নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনেরও নির্দেশ দেন।তবে, স্যাটেলাইটটি কবে উৎক্ষেপণ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি উত্তর কোরিয়ার নেতা। এর আগে গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল, দেশটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।

এপ্রিল ১৮, ২০২৩
যান্ত্রিক ত্রুটিতে কমলাপুরে আটকে গেছে ‘সোনার বাংলা’ - image

যান্ত্রিক ত্রুটিতে কমলাপুরে আটকে গেছে ‘সোনার বাংলা’

19 এপ্রিল 2023, বিকাল 6:00

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামঅভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনে আটকে আছে। বৃহস্পতিবার সকাল ৭টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৯টায় ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি তিনটা বগিতে এয়ার প্রেশার না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। দুর্ঘটনার পর খুব তড়িঘড়ি করে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে রেক সাজিয়ে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু করেছিল। কিন্তু পঞ্চম ট্রিপ শেষে ষষ্ঠ ট্রিপে ঢাকা ছেড়ে যাওয়ার আগে কমলাপুর স্টেশনে আটকে গেছে কোরিয়ান কোচের রেক। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো: জাহাঙ্গীর আলম জানান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) তাপস কুমার দাস, জুনিয়র বিভাগীয় ব্যবস্থাপক (পূর্ব) বোরহান উদ্দিন, কোচ সংগ্রহ প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক পার্থ সরকার, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। তারা জানিয়েছেন, মূলত ট্রেনের কোচের ব্রেকিং সিস্টেম সচল রাখতে ভেকুয়াম প্রেসার পাঁচ প্রয়োজন হয়। কিন্তু কোনোভাবেই সেই প্রেসার রেট ২.৫ এর ওপরে উঠছে না। শুরুতে তিন হাজার সিরিজের একটি লোকমোটিভ ব্যবহার করলে সেটি ঠিকঠাক কাজ করছিল না। পরে সেটি পরিবর্তন করে ২৯১৫ নম্বর লোকমোটিভ ব্যবহার করলে ভ্যাকুয়াম প্রেসার চার পর্যন্ত উঠেছে। কিন্তু এটি নিয়েও রেক চালানো সম্ভব না। এতে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ট্রেন গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনের ১৪টি কোচের মধ্যে সাতটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঈদে যাত্রী পরিবহনের চ্যালেঞ্জ নিয়ে আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে তড়িঘড়ি করে রেক সাজিয়ে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চালু শুরু করে বাংলাদেশ রেলওয়ে। জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরো নতুন কিছু প্রযুক্তি।

এপ্রিল ১৯, ২০২৩
দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা - image

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা

28 এপ্রিল 2023, বিকাল 6:00

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সাম্প্রতিক চুক্তির কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাধর নেতা কিম ইয়ো জং (সুপ্রিম লিডার কিম জং উনের বোন) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই চুক্তির জবাবে তার দেশ আরও সামরিক মহড়া চালাবে। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে দক্ষিণ কোরিয়া। চুক্তি অনুযায়ী, উত্তরের যেকোনো হামলা থেকে দক্ষিণকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে পরমাণু অস্ত্রও ব্যবহার করবে তারা। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার আশ্বাস অর্জনের জন্য সেখানে একটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কিম ইয়ো জং শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে যে শত্রুতা দেখিয়ে আসছে, এই চুক্তি তা আরো জোরদার করেছে। ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে। এ সম্পর্কে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে।এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়। সম্প্রতি বমার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিই হবে দেশটির কিম পরিবারের শেষ। এ নিয়েও  ক্ষোভ ঝাড়েন কিম ইয়ো জং। তিনি বলেন, মার্কিন নেতা আমাদের নিয়ে প্রচণ্ড ভুল চিন্তা করছেন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সাহস দেখাচ্ছেন।

এপ্রিল ২৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo