logo
youtube logotwitter logofacebook logo

ওয়ালটনগ্রুপ

ওয়ালটনগ্রুপের পরিচালক মাহাবুব আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ - image

ওয়ালটনগ্রুপের পরিচালক মাহাবুব আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

21 জানুয়ারি 2026, বিকাল 4:35

ওয়ালটনগ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে মারা যান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের ইলেক্ট্রনিক জায়ান্ট ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন তিনি।২০২১ সালের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাবুব আলম মৃদুল। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পরদিন শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুলআলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটনগ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত সময়েরমধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার শান্তি কামনা করছে জনপ্রিয় গণমাধ্যম এটিএন বাংলা ডিজিটাল অনলাইন পরিবার। 

জানুয়ারি ২১, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo