এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
অন্যান্য দলের প্রার্থীদের পেছনে ফেলে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে বিশাল ব্যবধানে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। এবারের ডাকসু নির্বাচনে রেকর্ড গড়া সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবির। এমনকি ২৮ পদের ২৩টিতেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তারা। রোকেয়া হল থেকে শুরু করে ছাত্রী হলগুলোতে বিশেষভাবে দেখা গেছে শিবিরের পক্ষে নারী ভোটার দের সরব উপস্থিতি। আরও চমকপ্রদ বিষয় হলো মেয়েদের হলগুলো থেকেই বেশি ভোট পড়েছে শিবিরের পক্ষে। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রায় রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়েছেন এবং জয়ীও হয়েছেন। সাবিকুন নাহার তামান্না, ফাতেমা তাসনিম জুমা, সানজিদা আহমেদ তন্বীসহ ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের দুই পদে রায়হান-সালমা শিক্ষারথী দম্পতিও বিজয়ী হয়ে অনন্য
দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারের ডাকসু নির্বাচনের মাঠে প্রচারণার সময়েও বহু নারী শিক্ষার্থীদের মুখ থেকে শোনা গেছে শিবিরের প্রতি আস্থা। এছাড়াও শিবিরের প্রচারণার সময়েও বহু নারী শিক্ষার্থীদের দেখা গেছে উচ্ছল ও সরব উপস্থিতি। এমনকি সেসময়ের কিছু ভিডিও ভাইরালও হয় নেটদুনিয়ায়। ভিডিওগুলোতে দেখা গেছে, শিবিরের সাদিক কায়েমকে ঘিরে যতটা উৎসুক নারী ভোটাররা, ঠিক ততটাই যেন ছিটকে পড়েছিলেন ছাত্রদলের আবিদ। অনেকেরই প্রশ্ন মেয়েদের কাছে শিবিরের এত জনপ্রিয়তার কারন কি? নারীদের কেন আস্থা ছিল শিবিরে? অনেক নারীই বলেছেন, শিবিরকে তারা নেতৃত্বে দেখতে চান কারণ তাদের পোশাক নিয়ে কোনো অশালীন আচরন করা হবেনা। এমনকি নারী ভোটাররাও এবার আশাবাদী ছিলেন যে শিবিরের সাদিক কায়েমই হতে পারেন যোগ্য নেতৃত্বের উত্তরসূরি।এছাড়া জুলাই আন্দোলনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো রাজনৈতিক সমাবেশ বা অনুষ্ঠান করেছে সেখানে তাদের কোনো সংঘর্ষ বা সহিংসতার রেকর্ড নেই। আর তাতেই অবিশ্বাস্য জয় পেয়ে যেন নতুন ইতিহাস লিখেছে ছাত্রশিবির। এমি/এটিএন বাংলা