এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
স্ত্রীর আবদারে অফিস থেকে ফিরে তাকে মোটরসাইকেলে করে ঘুরতে নিয়ে গিয়েছিলেন স্বামী। কিন্তু বাসায় ফেরার পথেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ সেখানে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে তাদের পথরোধ করে। মুহূর্তেই কোমর থেকে বেরিয়ে আসে ধারালো অস্ত্র, শুরু হয় নির্মম হামলা। আর এই পুরো দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিকমাধ্যমে। ঘটনাটি ঘটেছে খুলনার মহানগরীর মুন্সিপাড়া এলাকায়। রোববার রাত সাড়ে ১০টায় এক দম্পতির ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন এক ব্যক্তি। পরে জানা গেছে, স্ত্রীর প্রাক্তন স্বামী কুপিয়েছে বর্তমান স্বামীকে। ভুক্তভোগীর নাম ইব্রাহিম হোসেন সালমান। ঘটনার রাতে, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন ইব্রাহিম হোসেন সালমান। কিন্তু বাসায়
ফেরার পথেই হঠাৎ হাজির হয়েছিল স্ত্রীর প্রাক্তন স্বামী। মুহূর্তেই ধারালো অস্ত্র দিয়ে শুরু হয় নির্মম হামলা। কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সালমান এবং তার স্ত্রী। ভাইরাল হওয়া সেই সিসি ফুটেজে এ নৃশংস হামলার দৃশ্য দেখা গেছে। ভুক্তভোগী নারী জানিয়েছেন, ২০২১ সালে বিচ্ছেদের পর সম্প্রতি নতুন করে বিয়ে করেন তিনি। আর এতে ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী রানা ওই নারী ও তার স্বামীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় গুরুতর আহত হন দুইজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা পলাতক রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী নারী আরও জানিয়েছেন, তার প্রাক্তন স্বামী রানা ছিলেন নেশাগ্রস্ত ও নারী আসক্ত। এ কারণেই সংসার ভেঙেছিল। কিন্তু বিচ্ছেদের পরও সাবেক স্বামী বারবার হুমকি দিয়ে আসছিল। এমনকি এর আগে একাধিকবার প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে এখনো মামলা হয়নি বলে জানা গেছে। এমি/এটিএন বাংলা