সোনাক্ষী সিনহা বলিউডে এমন এক অভিনেত্রী, যিনি সবসময়ই তার চরিত্রের ভিন্নতা ও গভীরতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তিনি প্রথম থেকেই প্রমাণ করেছেন যে, শুধু পারিবারিক পরিচয়ের জোরে নয়, বরং নিজস্ব প্রতিভা ও পরিশ্রম দিয়েই একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। পুলিশের চরিত্র থেকে শুরু করে যৌনকর্মীর ভূমিকায় তার অভিনয়—সব জায়গাতেই তিনি দর্শকদের চমকে দিয়েছেন। সাম্প্রতিক চলচ্চিত্র ‘জটাধরা’-তেও তার অভিনয়ের রূপান্তর প্রশংসা কুড়িয়েছে। সংলাপ, অভিব্যক্তি ও শরীরী ভাষার নিখুঁত ব্যবহার তাকে করে তুলেছে বলিউডের অন্যতম বহুমাত্রিক অভিনেত্রী।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা সব সময়ই থাকেন আলোচনায়—কখনো তার অভিনয়ের জন্য, কখনো বা ব্যক্তিগত জীবনের কারণে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘জটাধরা’,

যেখানে একদম নতুন রূপে দেখা গিয়েছে তাকে। চরিত্রে ভিন্নতা আনার দিক থেকে তিনি সবসময়ই সাহসী। পুলিশের চরিত্র থেকে যৌনকর্মীর ভূমিকায়, প্রতিটি চরিত্রে সোনাক্ষী নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন।
অভিনয়ে যেমন তিনি নিয়মিত, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় থাকেন খবরের শিরোনামে। বছরখানেক আগে বিয়ের পর আবারও আলোচনায় আসেন তার বিপুল সম্পদের কারণে। জানা গেছে, বর্তমানে প্রায় ১০০ কোটি রুপি সম্পদের মালিক এই বলিউড তারকা। যা প্রমাণ করে—তিনি শুধু অভিনয়ে নয়, আর্থিক দিক থেকেও অত্যন্ত সফল ও বিচক্ষণ।
শত্রুঘ্ন সিনহার কন্যা হলেও সোনাক্ষী নিজের অবস্থান তৈরি করেছেন একক প্রচেষ্টায়। ২০২০ সালে তিনি মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রসংলগ্ন ১৬ তলার একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন, যার দাম ছিল ১৪ কোটি রুপি। এটি ছিল তার জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণের মুহূর্ত। পরিবারের বাইরে এসে নিজের ঠিকানা তৈরি করা তার স্বাধীনতার প্রতীকও বটে।
২০২৩ সালে নতুন ঠিকানায় ওঠার পর তিনি বিনিয়োগ হিসেবেও আরেকটি ফ্ল্যাট কেনেন একই ভবনের ১১ তলায়। ২০২৪ সালে সেই ফ্ল্যাট বিক্রি করে ৬১ শতাংশ লাভ করেন তিনি—যা তার আর্থিক জ্ঞান ও পরিকল্পনার পরিচয় দেয়। পাশাপাশি একই বছর নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামণ্ডি’-তে অভিনয় করেন, যার জন্য তিনি ২ কোটি রুপি পারিশ্রমিক পান।
অভিনয়ের পাশাপাশি সোনাক্ষী যুক্ত আছেন নানা বিজ্ঞাপন ও ব্যবসায়িক উদ্যোগে। ২০২৪ সালে তিনি নিজের একটি ফ্যাশন ব্র্যান্ডও চালু করেন। তার বিলাসবহুল জীবনযাত্রার সাক্ষী তার গ্যারেজ—যেখানে আছে দুটি মার্সিডিজ বেনজ ও একটি বিএমডব্লু। এই সাফল্যের গল্প প্রমাণ করে, সোনাক্ষী সিনহা শুধু এক প্রতিভাবান অভিনেত্রীই নন, তিনি আধুনিক যুগের এক আত্মনির্ভর ও শক্তিশালী নারী।
/টিএ