
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আজ (০৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।
শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।
এর আগ গতকাল (৮ নভেম্বর) বেতন দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদন্নোতির দাবিতে আদায়ে শাহবাগ ব্লক করতে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে শাহবাগ থানার সামনে পৌছালে সেখানে বাধা দেয় পুলিশ। ব্যারিকেট ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে
শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছরা গুলি নিক্ষেপ ও লাঠি চার্জ করে পুলিশ। এতে আহত হন প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিক্ষকদের উপর হামলার ঘটনায় পুলিশ সদস্যদের বিচার দাবি ও আটককৃত শিক্ষকদের মুক্তির দাবি করে শিক্ষকরা। পাশাপাশি তিন দফা দাবি আদায়ে কর্ম বিরতির ঘোষণা দেন তারা।
এদিকে শিক্ষকদের উপর হামলার ঘটনার ব্যাখ্যায় ডিএমপির এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, গণ জমায়েত নিষিদ্ধ করা হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে বাধা প্রদান করে পুলিশ।