এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন মুফতি আমির হামজা। বলিউডের এক নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে এবার ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি। বললেন, আমি আর এসবের মধ্যে নেই! সাম্প্রতিক এক ওয়াজ মাহফিলে মুহসিন হল প্রসঙ্গে দেওয়া বক্তব্য ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন হামজা। তিনি পরে ব্যাখ্যা দেন,মুখ ফসকে সলিমুল্লাহ মুসলিম হলের পরিবর্তে মুহসিন হলের নাম বলেছেন। এ
জন্য তিনি ক্ষমাও চান। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আর কোনো বিতর্কিত মন্তব্য করবেন না। তার ভাষায়, আমি কোরআনের তাফসির ছাড়া আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। আপসবলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গেও তিনি আবারও দুঃখ প্রকাশ করেছেন। বলেন, মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে তুলনার ছলে ওই মন্তব্য করেছিলেন, যা ভুল ছিল। তবে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি এখানেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্যও সামাজিক মাধ্যমে তোলপাড় তোলে। হামজার দাবি, বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলেছেন, কিন্তু ভুলভাবে উপস্থাপিত হওয়ায় তা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তার এসব মন্তব্যের পর ছাত্রদল, এমনকি ছাত্রশিবিরের অনেক সাবেক ও বর্তমান নেতাকর্মীও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলেও।এমন এক সময়েই কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা। কিন্তু নির্বাচনের মাঠে নামার আগেই বিতর্ক যেন তাকে ঘিরে ধরেছে বৃত্তের মতো। প্রশ্ন এখন একটাই, ক্ষমা প্রার্থনা করে কি থামানো যাবে এই সমালোচনার ঝড়? নাকি আরও বড় সংকটে পড়তে যাচ্ছেন তিনি? এমি/এটিএন বাংলা