
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বেশ কয়েকদিন ধরে গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ারে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সিদ্ধান্ত হলেও এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের কারণে পিছিয়ে যায় বেগম জিয়ার লন্ডন যাত্রার সময়সীমা। তবে সবকিছু ঠিক থাকলে শনিবার দিনের যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শারীরিক অবস্থাসহ চিকিৎসকদের অনুমতি মিললে আগামীকাল রোববার দিনের প্রথম ভাগে তাকে লন্ডনে নেওয়া হতে পারে।
এদিকে প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার শয্যা পাশে যান পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এদিন বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সারাদেশে মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে
গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়। পরে তাঁর আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড বৈঠক করবে। সেখানে তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে চুড়ান্ত আলোচনা হবে।
/টিএ