
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সাহসী ও দায়িত্বশীল ভূমিকারস্বীকৃতিস্বরূপ আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ডিজিটাল-অনলাইনের নিউজ এডিটর আল ইমরান।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকেএ সম্মাননা দেওয়া হয়।
‘আগ্রাসনবিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজনকরা হয়। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা ও ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য ১০২ জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক আল ইমরান বলেন, ’জুলাই আন্দোলনে সাংবাদিকরাও মাঠে থেকে সত্য ও বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশ করে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। সাংবাদিকদের এই ভুমিকার কারণে ইজুলাই আন্দোলন আরো বেশি ত্বরান্বিত করে। জুলাইয়ের এই সম্মুখ
তিনি আরো বলেন, ’জুলাই আন্দোলনে সারাদশে ৬ জন সাংবাদিক নিহত এবং আহত হয়েছেন অনেকেই। কিন্তু এসব সাংবাদিকদের পরিবারকে যথাযথ মূল্যায়ণ করা হয়নি। অনেকেই জুলাইয়ের হিস্যা বুঝে পেলেও আড়ালে থেকে গেছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। যেসব সাংবাদিকরা নিহত ও আহত হয়েছেন। তাদের পরিবারকে রাষ্ট্রের উচিত যথাযথ মূল্যায়ন করা।’
/টিএ