এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
রাত তখন গভীর। তবে রাতের নীরবতা ভেঙে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এক বিশেষ চার্টার্ড বিমান। কিন্তু বিমানের দরজা খুলতেই যেন দেখা মিলেছিল এক মর্মান্তিক দৃশ্যের। সেখানে ছিলেন ৩০ বাংলাদেশি যাদের সবার হাত-পায়ে বাধা ছিল লোহার শেকল। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে তারা অবশেষে ফিরেছেন দেশে কিন্তু তারা ছিলেন বিধ্বস্ত। আর চোখেমুখে ছিল হতাশা, গ্লানি, আর অঝোর কান্না। বৃহস্পতিবার বিমানবন্দরে এমনই এক মানবিক ট্রাজেডির সাক্ষী হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ভাড়া করা একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসা ৩০ বাংলাদেশির মধ্যে একজন নারীও ছিলেন। রানওয়েতে তাদের হাতকড়া ও শেকল পরাই ছিল, যা পরে অ্যারাইভাল
গেটে খুলে দেওয়া হয়। এদিকে ফেরত আসা অভিবাসীরা জানিয়েছেন তাদের নিদারুণ অভিজ্ঞতা। টানা ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রায় শেকল ও হাতকড়ায় বেঁধে রাখা হয়েছিল। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার সঙ্গে থাকতেন। দীর্ঘ যাত্রার শেষে দেশটির মাটিতে পা রাখলেও অভিজ্ঞতাটি তাদের কাছে ছিল অত্যন্ত অমানবিক। অভিবাসীদের অভিযোগ, অনেকেই মানবপাচার চক্রের শিকার হয়েছেন, ৩০-৭৫ লাখ টাকা পর্যন্ত মাফিয়াদের হাতে গিয়েছে। আর তাতে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন তারা। ক্ষমতায় বসার পর থেকেই যেন অভিবাসীদের জন্য যমদূত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোপূর্বে ভারতীয় অভিবাসীদের দলে দলে দেশে ফেরত পাঠাচ্ছিলেন তিনি। এবার যেন হঠাৎ নজরে পড়ল বাংলাদেশিদের ওপর। তাই গত তিনমাসে অন্তত ১৮০ জনকে অবৈধ অভিবাসী বলে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু সম্প্রতি অমানবিকতার মাত্রা ছাড়িয়ে শেকল পড়িয়ে ফেরত পাঠানো হয়েছে এসব অভিবাসীদের। তবে স্বস্তির বিষয় হলো, বেসরকারি সংস্থা ব্র্যাক ফেরত আসা এসব অভিবাসীদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করেছে। যদিও এ ধরনের ফেরত পাঠানোর ঘটনা নতুন না হলেও হাতকড়া ও শেকল পরিয়ে পাঠানোর এমন প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে প্রশ্ন তোলার মতো বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এমি/এটিএন বাংলা