
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ আবারও শিরোনামে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ‘ডন ৩’ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক গুঞ্জনে—নিজের আইকনিক চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান। তবে এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডন হয়ে ফিরতে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন বলিউড বাদশাহ। খবর অনুযায়ী, শাহরুখ চান তাঁর সুপারহিট ছবি ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি কুমারকে ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত করতে। তাঁর মতে, অ্যাটলির মতো দক্ষিণী ঘরানার নির্মাতা যুক্ত হলে ছবির পরিসর যেমন বাড়বে, তেমনি নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও আলাদা আকর্ষণ তৈরি হবে।
তবে শাহরুখের এই শর্ত নিয়ে এখনো পর্যন্ত ‘ডন’ সিরিজের নির্মাতা ফারহান আখতারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে
নায়ক নির্বাচনের পাশাপাশি নায়িকা নির্বাচন নিয়েও বিপাকে পড়েছেন ফারহান আখতার। ‘ডন ৩’-এর জন্য একজন শক্তিশালী ও অ্যাকশননির্ভর চরিত্রে স্বচ্ছন্দ অভিনেত্রী খুঁজছেন তিনি। শুরুতে স্ক্রিপ্ট পড়ে কিয়ারা আদভানি গল্প পছন্দ করলেও শেষ পর্যন্ত ছবিটিতে রাজি হননি। এরপর কৃতি শ্যাননের নাম শোনা গেলেও সেখানেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এরপর ফারহান আখতার নিজেই দীপিকা পাড়ুকোনের নাম প্রস্তাব করেন। তাঁর মতে, এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন, যাঁর অ্যাকশন দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাবলীলতা আছে—এই দিক থেকে দীপিকা অন্যদের তুলনায় এগিয়ে। তবে তিনি চূড়ান্ত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। এরই মধ্যে দীপিকার সাম্প্রতিক মা হওয়া, নিজের প্রযোজনা সংস্থার কাজ এবং কর্মঘণ্টা ও পারিশ্রমিক সংক্রান্ত বিতর্কের কারণে তাঁর সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে সেলিম খান–জাভেদ আখতার জুটির হাত ধরে প্রথম ‘ডন’ চরিত্রটি পর্দায় আসে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখ খানের হাত ধরে নতুন রূপে ফিরে আসে ‘ডন’, যা ব্যাপক সাফল্য পায়, এরপর ২০১১ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল। দুই বছর আগে ‘ডন ৩’ তৈরির ঘোষণা এলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তখন সরে দাঁড়ান শাহরুখ। সে সময় তাঁর অনুপস্থিতি নিয়ে ভক্তদের তীব্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল, যা এখন আবার নতুন করে আলোচনার কেন্দ্রে ‘ডন ৩’-কে নিয়ে এসেছে।
/টিএ