এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই তার দাফনের প্রস্তুতি চলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অকল্পনীয় ঘটনা। প্রতিবেশি এক বৃদ্ধা দাবি তোলেন সুদের পাওনা টাকা না দিলে মরদেহ দাফন করতে দেয়া হবেনা। এরপর জোর করে মরদেহ আটকে রেখে আদায় করেন সেই সুদের টাকা। এমন অমানবিক ঘটনার ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে বিষয়টি নিয়ে চারিদিকে উঠেছে তীব্র নিন্দার ঝড়। চরম হৃদয়বিদারক ও অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে। ভিডিওতে, ওই বৃদ্ধাকে মরদেহ দাফনে বাধা দিয়ে সুদের টাকা আদায় করতে দেখা যায়। এরপরই তীব্র জনরোষে সটকে পড়েন ওই নারী। জানা গেছে,
গ্রামের রাজমিস্ত্রি হারুন গত শনিবার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে স্ট্রোকে মারা যান। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মরদেহ গ্রামে আনা হলে শোকসন্তপ্ত পরিবার দাফনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছে তিনি সুদের ১৫ হাজার টাকা পান। আর সেই টাকা পরিশোধ না করলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না।এ ঘটনায় গোটা গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়। শোকাহত পরিবার মরদেহ পাশে রেখে দীর্ঘ সময় তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। অবশেষে স্বজনরা অত্যন্ত কষ্টে টাকা জোগাড় করে মরদেহের খাটিয়ার ওপর রাখেন। টাকা হাতে নিয়েই মর্জিনা দ্রুত সটকে পড়েন।এমন অমানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই সৃষ্টি হয় তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়। অনেকেই একে সমাজের জন্য লজ্জাজনক ও ঘৃণিত ঘটনা আখ্যা দিয়েছেন। এমি/ এটিএন বাংলা