এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
পর্দাশীল ও হিজাবী নারীদের প্রতিনিধিত্ব করতে ডাকসু নির্বাচনের মাঠে লড়েছিলেন সাবিকুন নাহার তামান্না। ধর্মীয় মনোভাবের কারণে তার প্রতি অন্যান্যদের ছিল কটুক্তি, ছিল অনেকের বিরোধীতাও। এমনকি তাকে নির্বাচনের মাঠ থেকে তাড়ানোর জন্য তার ছবি বিকৃতও করা হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে কাঙ্ক্ষিত পদে বিজয়ী হয়েছেন তিনি। প্রশ্ন কে এই তামান্না? আর কিভাবেই বা বিরোধীদের করা বিকৃত ছবি দিয়েই বিপুল ভোটে বিজয় এনেছেন তিনি? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্বে রয়েছেন সাবিকুন নাহার তামান্না। শুরু থেকেই নারী প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না তার জন্য। নির্বাচন ঘিরে শুরুর দিনেই ঘটে
একটি বিতর্কিত ঘটনা। জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচার বোর্ড। এ ছাড়া বিকৃত করা হয় তার ছবি। কিন্তু হাল ছাড়েননি তিনি। উল্টো সেই ছবিকেই অভাবনীয় হাতিয়ার বানান নিজের প্রচারণায়। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিটি শেয়ার করে তামান্না লিখেছিলেন—স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। নারীর পোশাক স্বাধীনতা ও নারী বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো এই প্রচারণা শুধু আলোচনার জন্মই দেয়নি, বরং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আর সেই সাড়া মিলেছে ভোটবাক্সেও। ভোটের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ, উচ্ছ্বাস আর তুমুল উত্তেজনা। আর তাতে রীতিমত ইতিহাস গড়লেন সাবিকুন নাহার তামান্না। তার প্রাপ্ত ভোটের সংখ্যা—১০ হাজার ৮৪টি। ফলাফল ঘোষণার পর দেখা গেছে তাকে ঘিরে আনন্দে মেতেছিলেন ফাতেমা তাসনিম জুমা, সানজিদা আহমেদ তন্বীসহ শিবির সমর্থিত নারী সহযোদ্ধারা। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রায় রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়েছেন এবং জয়ীও হয়েছেন। আর তাদের মধ্য থেকে অপমানকে শক্তিতে রূপান্তরিত করে, বিদ্বেষকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তামান্না। এমি/এটিএন বাংলা