এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নগর বাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ৬১ বছর বয়সে আবারো পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। তার স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন। চলতি বছরের জুন মাসে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের প্রথম দেখা হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের একটি হাসপাতালে জিবরানের জন্ম হয়। সন্তান জন্মের সময় জেমস ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর
নবজাতককে নিয়ে তারা দেশে ফেরেন।এদিকে নবজাতকের বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। পাশাপাশি, তিনি সবার কাছে মা ও নবজাতকের জন্য দোয়া চেয়েছেন। এর আগে ব্যক্তিজীবনে জেমস দুবার বিয়ে করেছেন। প্রথম সংসার থেকে জেমসের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে আরেকটি কন্যাসন্তান। সব মিলিয়ে তিনি এখন চার সন্তানের জনক। নতুন সন্তান জিবরানের আগমনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।/টিএ