
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে এখনো রাজত্ব করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ পৃথিবী ছেড়ে গেলেও, তার প্রতি ভক্তদের ভালোবাসা আজও অমলিন।
এই মহান অভিনেতার জীবনে রয়েছে অসংখ্য স্মৃতি, যার মধ্যে অন্যতম তার ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা। সালমান শাহ শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের ভালোবাসাকে মর্যাদা দিতেন। তিনি তাদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন, তাদের আবেগ ও শুভেচ্ছাকে নিজের শক্তি হিসেবে গ্রহণ করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমান শাহর একটি চিঠি। যা তিনি এক তার ভক্তকে লিখেছিলেন।
১৯৯৫ সালের ৮ই মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে যেই হৃদয়স্পর্শী
চিঠিতে সালমান শাহ আরো লিখেন, তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে-এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো। ইতি সালমান শাহ।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন এবং একের পর এক হিট ছবি উপহার দেন। তার অকাল মৃত্যূ বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও, তার অভিনয়, ব্যক্তিত্ব ও ভক্তদের প্রতি ভালোবাসা তাকে আজও জীবন্ত করে রেখেছে কোটি মানুষের হৃদয়ে।
/টি