এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তেমন রান ওঠে না—বহুদিন ধরে এমনটিই চলে আসছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও এমন দেখা গেছে । তবে ব্যাট হাতে আজ দৃষ্টি কাড়লেন বাংলাদেশর দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন এই দুজন। কেউই সেঞ্চুরি পাননি, তবে গড়েছেন ১৭৬ রানের জুটি।মিরপুরে এমন জুটি দেখা গেল ১০ বছর পর। সব দল মিলিয়ে ২০১৫ সালে ১১ নভেম্বরের পর এই মাঠে ইনিংস উদ্বোধন করতে গিয়ে কেউ এত রান করতে পারেনি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। সাইফ–সৌম্যর ১৭৬ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন–তামিমের।২০২৩ সালের মার্চের পর এই প্রথম ওয়ানডে ওপেনিং জুটি থেকে শতরান পেল বাংলাদেশ দল। সিলেটে ওই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তামিম ইকবাল ও লিটন দাস।মিরপুরে আজ রেকর্ড হয়েছে ছক্কা হাঁকানোতেই। ৭২ বলে ৮০ রান করার পথে ৬টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ। অন্যদিকে, ৮৬ বলে ৯১ রান করার পথে সৌম্য ছক্কা আদায় করেছেন ৪টি। ছক্কার দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে দুবার ১০টি করে ছক্কা ছিল মিরপুরে।সৌম্য আজ ক্যারিয়ারের ১৪তম ফিফটি পেয়েছেন, মাত্র ৯ রানের জন্য চতুর্থ সেঞ্চুরি করতে পারলেন না তিনি। এই ১৪ ফিফটির ৬টিই তিনি করেছেন উইন্ডিজের বিপক্ষে। আর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করেছেন সাইফ।/টিএ