ফরচুন মার্কেটে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ লুট!
09 অক্টোবর 2025, সকাল 12:00
একটি স্বর্ণের দোকানের সামনে দুজন বোরকা পরিহিত ব্যক্তি এগিয়ে আসছে। কিন্তু বোরকা পড়া থাকলেও তারা কেউ নারী নন বরং পুরুষ এবং চোরচক্রের সদস্য। কারণ তাদের হাতে ছিল বড় লাঠি এবং কিছু সরঞ্জাম। হঠাৎই তাদের একজন দোকানের তালা ভাংতে শুরু করেন আর অন্যজন সিসি ক্যামেরা ভাংতে চেষ্টা করেন। কিন্তু তারা কল্পনাও করতে পারেনননি যে সিসি ক্যামেরা নষ্ট করতে গিয়ে উল্টো তাদের দিকেই ঘুরিয়ে দিয়েছেন তিনি। আর তাতে রেকর্ড হয় এই দুর্ধর্ষ চুরির কার্যক্রম। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারের মৌচাকে বুধবার দিবাগত রাতে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। ফরচুন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমেছে চাঞ্চল্য। বোরকা পরা দুই পুরুষ চোর সিসি ক্যামেরায় ধরা পড়েছেন—আর এই দৃশ্য যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়! তাদের মুখে রুমাল, হাতে ছিল লোহার লাঠি আর তালাকাটার সরঞ্জাম। যদিও দোকানপাট সব বন্ধ ছিল, তবু এই দুজন যেন জানত ঠিক কোথায় কীভাবে ঢুকতে হবে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে তারা দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন লাঠি দিয়ে সিসি ক্যামেরায় আঘাত করে ফুটেজ নষ্ট করার চেষ্টা করছিলেন, আরেকজন মনোযোগ দিয়ে দোকানের তালা কাটছিলেন। দোকানের মালিকের দাবি, অন্তত ৫০০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে চোরেরা। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তিনতলার টয়লেটের গ্রিল কেটে ভবনে প্রবেশ করে, এরপর দ্বিতীয় তলায় এসে শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেট ভেঙে ফেলে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন এতে যুক্ত ছিল। তারা জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত। সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। এমি/এটিএন বাংলা