এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ তাদের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে এবার কানাডায় মাসব্যাপী কনসার্ট ট্যুরে অংশ নিচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই বহুল প্রতীক্ষিত ট্যুরটি শুরু হবে ৬ সেপ্টেম্বর এবং চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এ সময় ওয়ারফেজ কানাডার ১০টি বৃহৎ শহরে পারফর্ম করবে। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর তারিখে টরেন্টোতে অনুষ্ঠিত হবে "ওয়ারফেজ লাইভ ইন টরেন্টো"—যা হবে কানাডায় এ যাবতকালের সবচেয়ে বড় বাংলা কনসার্ট। এটি একইসঙ্গে প্রথম বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৫-এর অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হিসেবে গণ্য হচ্ছে। এমএনসির দুই কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনিসুর রহমান জানান, “আমরা চাচ্ছি কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা গান এবং
বাংলাদেশের ব্যান্ড সংস্কৃতি ছড়িয়ে দিতে। একইসঙ্গে দেশীয় মিউজিশিয়ানদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজস্ব প্রতিভা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য।” ওয়ারফেজ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, “ওয়ারফেজ ৪০ বছরের পথ পেরিয়ে এসেছে, এটা ভাবতেই গর্ব হয়। জনপ্রিয়তা ধরে রাখা এবং ব্যান্ড সংগীতকে প্রতিষ্ঠা করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। ভক্তদের ভালোবাসা ও সদস্যদের ঐকান্তিক চেষ্টাতেই আজ আমরা এই অবস্থানে।” এই ট্যুরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল আগ্রহ দেখা দিয়েছে। কানাডার বিভিন্ন শহরে বসবাসরত রকসংগীতপ্রেমীরা সরাসরি ওয়ারফেজকে মঞ্চে দেখার জন্য অপেক্ষা করছেন। আয়োজক এমএনসি এন্টারটেইনমেন্ট-এর কানাডাভিত্তিক পার্টনার কুল এক্সপোজার-এর প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু জানান, “এই আয়োজনে যারা স্পন্সর বা পার্টনার হিসেবে যুক্ত হবেন, তারা শুধু একটি কনসার্ট নয়, বরং পুরো বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংযুক্ত হবার একটি অসাধারণ সুযোগ পাবেন।” ট্যুর ও কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে: 🔗 MNC Entertainment ফেসবুক পেইজে। /টিএ