এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ, একসময় বিজ্ঞাপনের এই সংলাপে তুমুল জনপ্রিয়তা পান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। তিনি অভিনয় করেছেন সিনেমায় এবং মন কেড়েছেন লাখো দর্শকের। নিজের প্রযোজিত পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ছাড়াও গার্মেন্টস ব্যবসায় বেশ নাম কুড়িয়েছেন তিনি। এছাড়া চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা দম্পতি তিনি ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। তাদের জুটি যেন কেবল সিনেমায়ই নয় বরং বাস্তবেও তারা পাওয়ার কাপল। কিন্তু এবার তারা আলোচনায় এলেন এক ভিন্ন কারণে। কিছুদিন আগে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা। এবার সেই একই পথে হাঁটার ঘোষণা দিলেন অনন্ত জলিলও। ইসলামের আলোয় আলোকিত করতে চান নিজের সন্তানদের
জীবন—তাই রূপালি জগত থেকে সরে আসছেন তিনিও। আর এমন ঘোষণায় যেন হতবাক তার ভক্তরা। শনিবার রাতে একটি টকশোতে উপস্থিত হয়ে অনন্ত জলিল বলেন,আমার দুই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে। একজন কোরআনের হাফেজ, আরেকজনও মুখস্ত করছে। আমাদের নিয়ত, ওদের ইসলামের খেদমতে বড় আলেম বানাবো। তখন যদি দেখে, বাবা-মা সিনেমায় অভিনয় করছেন, সেটা মানানসই হবে না। যদিও বর্ষা আগেই জানিয়েছিলেন, সন্তানরা বড় হলে তারা মায়ের ‘নায়িকা পরিচয়’ কীভাবে নেবে— সেটিই তার প্রধান দুশ্চিন্তা। আর এবার স্বামী-স্ত্রী দুজনই এক কণ্ঠে বললেন, ইসলামী শিক্ষা ও সন্তানের ভবিষ্যতের জন্য তারা চলচ্চিত্র ছাড়তে প্রস্তুত। তবে এখনই তারা বিদায় জানাচ্ছেন না ভক্তদের। এই দম্পতির হাতে এখনো দ্য স্পাই , নেত্রী: দ্য লিডারের মত কয়েকটি বড় বাজেটের সিনেমা বাকি আছে। “সহ আন্তর্জাতিক মানের প্রজেক্ট, যেখানে আছেন ভারতীয় তারকারাও। অনন্ত জলিল স্পষ্ট করেছেন, এগুলো শেষ করেই ধীরে ধীরে বিদায় নেবেন রূপালি পর্দা থেকে। এমি/এটিএন বাংলা