এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ক্লাব বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুম। এখন চলছে নতুন মৌসুম শুরুর অপেক্ষা। এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠেছে ইউরোপের বড় ক্লাবগুলো—কেউ নিচ্ছে প্রাক-মৌসুম প্রস্তুতি, কেউ আবার ব্যস্ত দল গঠনে। ফুটবল ভক্তরাও দিন গুনছেন নতুন মৌসুম শুরুর। বাকি বছরের মতো এবারও ২০ ক্লাব নিয়ে ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪তম আসর। তবে এবারের আসরে থাকছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। মৌসুমের শুরু থেকেই চালু হচ্ছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, যা আগের মৌসুমে আংশিকভাবে ব্যবহৃত হয়েছিল। এছাড়া, ২০২৫-২৬ মৌসুম থেকে প্রিমিয়ার লিগের অফিশিয়াল বল সরবরাহ করবে পুমা, যা আগে করত নাইকি। এ মৌসুমে নতুন তিন দল হিসেবে যোগ দিয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি
ও সান্ডারল্যান্ড। প্রিমিয়ার লিগের সঙ্গে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। নতুন দল হিসেবে লা লিগায় এসেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। জার্মান বুন্দেসলিগার ৬৩তম মৌসুম শুরু হবে ২২ আগস্ট, ১৮ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। এবার নতুন দল হিসেবে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ। ফরাসি লিগ ওয়ানের ৮৮তম আসরও শুরু হচ্ছে ১৫ আগস্ট, প্রিমিয়ার লিগ ও লা লিগার সঙ্গেই। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে দেরিতে মাঠে গড়াবে ইতালির সিরি আ। ২৩ আগস্ট শুরু হওয়া এই ১২৪তম আসর শেষ হবে ২৪ মে। লিগগুলোর পাশাপাশি শুরু হয়ে গেছে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার প্রস্তুতিও। ২০২৫–২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শুরু হয়েছে ৮ জুলাই। এবার থেকে ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। এর কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে উয়েফা ইউরোপা লিগ। আর তৃতীয় স্তরের প্রতিযোগিতা উয়েফা কনফারেন্স লিগ শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত। /টিএ