এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় সমাবেশে যোগ দিতে এসে তিন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২০ জুলাই) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, এই শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তা’আলার কাছে দোয়া করছি তিনি যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন। সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান রব নিহতদের পরিবার ও স্বজনদের ধৈর্য ধারণ করার তাওফিক দান
করুন। প্রসঙ্গত, শনিবার(১৯ জুলাই) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং বেশ কয়েকজন নেতা-কমী গুরুতরভাবে আহত হয়েছেন। অপরদিকে সমাবেশস্থলে উপস্থিত থাকা অবস্থায় রংপুর জেলার শাহ আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমআর/এটিএন বাংলা