এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
বলিউড থেকে হলিউড— দুই জগতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন কোনো কাজের জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ার রহস্যময় পোস্টের কারণে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য অফিস’ সিরিজের একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল— “কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।” এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু—কার উদ্দেশে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা? এটাই প্রথম নয়। গত কয়েক দিনে প্রিয়াঙ্কা একের পর এক এমন পোস্ট দিচ্ছেন, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এর আগে তিনি লিখেছিলেন— “আমি সাধারণত খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তবে আমি তাকে জীবনের বাইরে
ফেলে দিতে এক মুহূর্তও দেরি করি না। আমার জীবনে তাই মাত্র তিনজন বন্ধু।” এই পোস্টের সময় বলিউড কিং শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সেই মন্তব্য শাহরুখকে উদ্দেশ করেই করা। আর এখন নতুন পোস্টে ‘শেষ দেখা’র ইঙ্গিত মেলায় গুঞ্জন আরও জোরদার হয়েছে। বলিউডে একসময় প্রিয়াঙ্কা–শাহরুখ খানের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যেত। শোনা যায়, গৌরী খানের আপত্তির কারণেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সময় থেকেই নাকি ধীরে ধীরে প্রিয়ঙ্কা বলিউড থেকে সরে গিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন। পরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসারও গড়ে তুলেছেন ‘দেশি গার্ল’। /টিএ