
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আবারও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে করে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার, ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দাম আগামীকাল সোমবার থেকে দেশের সব বাজারে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের প্রভাব এ মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানানো হয়।
নতুন মূল্য তালিকা
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি দাম পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার এক ভরি দাম তিন হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।
/টিএ