৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৮.১৫ মিনিটে প্রচারিত হবে। ফজলুল সেলিম ও আমানুল হক হেলালের রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, সাজু খাদেম, আ. খ. ম. হাসান, প্রাণ রায়, জয়রাজ, ফারহানা মিলি, আলভী, রহমত আলী, আমানুল হক হেলাল, তারেক স্বপন, সেলিনা আফরি প্রমুখ। আমরা প্রায়শই কোন আড্ডায় চুটকীর ঝুলি নিয়ে আড্ডা জমিয়ে তুলি। এমনি প্রচলিত ৬টি চুটকী বা কৌতুক নিয়ে নির্মিত হয়েছে চুটকা ভান্ডারের নাটকগুলো। গল্পগুলো হলো- এক পায়ে খাড়া, আই এগ্রি উইথ ইউ, লাল লিপস্টিক, ফ্রি গানের আসর, অতি চালাকের গলায় দড়ি এবং পিছনের দরজা।

গ্রামের মধ্যে মজনু নামে একটি ছেলের এক পা না থাকার কারনে বিয়ে করতে পারে না। তবে মজনু সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করবে না, সেই কারনে ঘটক তার প্রতি চরম বিরক্ত। মজনু ঘটকের পিছে লেগেই থাকে। অবশেষে একটি সুন্দরী মেয়ের সন্ধান দেয় ঘটক। ছেলের বাবাকে বলে এমন মেয়ে আপনার ছেলের বউ হবে যার মুখে কোন কথাই নেই। অপর দিকে মেয়ের ভাইকে ঘটক বলে ছেলে ঠিক করেছি যেই ছেলে এক পায়ে খাঁড়া। তাদের বিয়ে হলে বাসর ঘরে ঘটে বিপত্তি। এমনি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘এক পায়ে খাড়া’ পর্বটি।