স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা, খুলল শাহ আমানত

নিজস্ব প্রতিবেদক :

ঘুর্নিঝড়ের পর স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা। বিরূপ আবহাওয়ার কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল সোয়া আটটায় ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে নামে । শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, স্বাভাবিক হতে শুরু করেছে সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম। শনিবার বিকেলে ঝড়ের দাপট কমে যাওয়ার পর ৭ থেকে ৩ নামিয়ে আনা হয় সংকেত। চট্টগ্রাম বন্দরে অনুমতি দেওয়া হয় পণ্য ওঠানামায় ।

মংলা বন্দরে শনিবার রাত থেকেই বন্দর জেটি, কন্টেইনার ইয়ার্ড ও পশুর চ্যানেলে থাকা দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে। এছাড়া বিদেশী জাহাজ আসা যাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বঙ্গোপসাগরসহ অভ্যন্তরীণ নৌরুটে চলাচল করতে শুরু করেছে সকল ধরণের পণ্যবাহী নৌযান।