স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিল এবং বরখাস্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন।

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকারী তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিলেন।

মন্ত্রী জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদনে শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ঐ স্কুলে নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।