সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত শতাধিক

অনলাইন ডেস্ক:

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত তারতুজ ও জেবলা শহরে সিরিজ বোমা হামলায় মারা গেছে প্রায় শতাধিক। আহত হয়েছে আরও বেশ কয়েক জন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অল্প সময়ের ব্যবধানে শহরের বাস স্টেশন, হাসপাতালসহ কয়েকটি স্থাপনায় বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল স্টেশনে বিস্ফোরণের পর আতঙ্কে ছোটাছুটি করে সাধারণ মানুষ।

হামলার পরপরই শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।