
এটিএন বাংলা ডেস্ক:
সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে অভিযুক্ত ছয় বাংলাদেশির মধ্যে চারজন অপরাধ স্বীকার করেছের সকালে সে দেশের একটি আদালতে তারা অপরাধ স্বীকার করে বলে জানিয়েছে সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইট টাইমস।
এই চার বাংলাদেশি হলেন- মিজানুর রহমান, রুবেল মিয়া, নুরুল ইসলাম সওদাগর ও ইসমাইল হাওলাদার সোহেল। দৌলতুজ্জামান ও লিয়াকত আলী মামুন নামের আরও দু’জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও, তারা সেটি অস্বীকার করেছে।
আদালত এই দুইজনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন ঠিক করেছে। দৈনিক স্ট্রেইট টাইমস জানিয়েছে, অপরাধ স্বীকারকারী ৪ বাংলাদেশি নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ– আইএসবি’ নামে গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছে।
দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনা ছিলো বলে জানিয়েছে তারা। জঙ্গি কর্মকাণ্ডের জন্য ‘অর্থ সংগ্রহ ও সরবরাহের’ অভিযোগে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর সরকার আট বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে।