
শিক্ষাখাতে চলতি অর্থ বছরের বাজেট আরও বাড়ানো উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে পর্যবেক্ষণ ও মতামত দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ছাড়াও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়া উচিত। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বাজেট পর্যবেক্ষণে জানান, রাজস্ব অবকাঠামো দুর্বলতা, অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা, সুশাসনের অভাবসহ নানা কারণে প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নে সংসদীয় কমিটি ও স্থানীয় সরকারের আরও বেশি সংশ্লিষ্টতা প্রয়োজন বলেও মত দেন তারা।