শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘সূর্যোদয়ে বিলাপের সুর’

এটিএন বাংলা ডেস্ক:

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘সূর্যোদয়ে বিলাপের সুর’। মহান মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালী জাতিকে মেধা শূণ্য ও নেতৃত্বহীন করার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী ও তার দোসররা। এসব বুদ্ধিজীবীদের হত্যার খুব কম সংখ্যক ঘটনাই উঠে এসেছে গণমাধ্যমে। আবার যাও বা উঠে এসেছে তা ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরের অনেক বুদ্ধিজীবীদের ঘটনা এখনো আমাদের অজানা রয়ে গেছে। ‘সূর্যোদয়ে বিলাপের সুর’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে উঠে আসবে ঢাকা ও ঢাকার বাইরের শহীদ বুদ্ধিজীবী হত্যার ঘটনা। বিজয়ের এত বছর পেরিয়ে গেলেও এখনো কেন শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি তা’ও অনুসন্ধান করা হয় অনুষ্ঠানের মাধ্যমে। স্টিল ছবি ও ধারা বর্ণনার মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরা হবে শহীদ বুদ্ধিজীবীদের সংক্ষিপ্ত জীবনি, মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা, শহীদ হওয়ার ঘটনা, তারিখ, লাশ প্রাপ্তির ঘটনা ইত্যাদি।
আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এটিএন বাংলায়।