শতবর্ষে পা রাখছে কোপা আমেরিকা

এটিএন বাংলা ডেস্ক:

শতবর্ষে পা রাখতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকা। শনিবার সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট।

রেকর্ডে ভরা কোপা আমেরিকার ২০১৬ আসর। প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে এবারই প্রথম লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে উত্তর আমেরিকার ৬ দল খেলছে।

মাইলফলক ছোঁয়ার রেকর্ডে  দুই মহাদেশ মিলে ১৬টি দল ৪ গ্রুপে অংশ নিচ্ছে এবারের আসরে। যদিও আসরের হিসেবে এবারের কোপা আমেরিকা ৪৫তম।

এর মধ্যে  ১৫ বার শিরোপা জিতেছে উরুগুয়ে, ১৪ বার আর্জেন্টিনা ও ৮ বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। কলম্বিয়া ২০০১ এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল কিন্তু এই প্রথম অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র্।