
রুমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে কোলেকটিভ ক্লাবে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এরপরই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
দেশটির স্বাস্থ্য সচিব রিয়াদ আরাফাত নিহতের এ সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় ৮৮ জন আহত হয়েছে।
তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রুমানিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবের ভেতর থেকেই আগুনের সূত্রপাত এবং তারপরই এই হতাহতের ঘটনা।