রবীন্দ্র জয়ন্তীতে এটিএন বাংলার আয়োজন

এটিএন বাংলা ডেস্ক:

২৫শে বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭.৩০টায় প্রচার হবে শম্পা মাহমুদ ও নবুয়াত রহমানের যৌথ প্রযোজনায় ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠান এর বিশেষ পর্ব। সকাল ৮.২৫টায় প্রচার হবে শিল্পী শামা রহমান ও ফাহিম হোসেন চৌধুরীর গাওয়া রবীন্দ্র সংগীত নিয়ে ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ৯.১০টায় প্রচার হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ফুলে ফুলে’, পরিচালনা- নাহিদ রহমান। সকাল ১০.৩৫টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সে আমার মন কেড়েছে’ পরিচালনাঃ সোহানুর রহমান সোহান। বেলা ৩.১০টায় প্রচার হবে শিশুতোষ নাটক ‘দুই বিঘা জমি’, পরিচালনা- কাজলী আহমেদ। বেলা ৩.৪৫টায় প্রচার হবে বিশেষ নাটক ‘নিশিথে’, পরিচালনা- চয়নিকা চৌধুরী। বিকাল ৫.২০টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবিরশ্মি’, পরিচালনা- নবুয়াত রহমান। সন্ধ্যা ৬.১৫টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রাঙিয়ে দিয়ে যাও’, পরিচালনা- নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান নিয়ে অনুষ্ঠান ‘মনে কী দ্বিধা’। অনুষ্ঠানে রয়েছে মোট ৭টি গান। রাত ৮.৪৫টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘মধ্যবর্তিনী’, নাট্যরূপ- শফিকুর রহমান শান্তনূ, পরিচালনা- বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন অর্ষা, অরিণ ও এস এন জনি প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার পরিবেশনায় বিশেষ রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’, উপস্থাপনা- শামীম আরা মুন্নী, পরিচালনা- সেলিম দৌলা খান। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালা উপভোগ করতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।