রক্সি রঙের মেলা চারদেয়ালের কাব্যে

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রক্সি রঙের মেলা চারদেয়ালের কাব্য’। ঘরটা হবে দখিনা দুয়ারি। জানালার ফাক গলে মিষ্টি নরম রোদ আলতো করে ছুঁয়ে যাওয়া কিংবা এক চিলতে বারান্দায় বসন্তের খোলা হাওয়ায় মন জুড়িয়ে যাওয়া। এমন একটি ঘরের কল্পনা সবার মনে উকি দিয়ে যায়। সেই ঘর সাজানোর গল্প নিয়ে এটিএন বাংলায় পাক্ষিকভাবে প্রচার হচ্ছে ‘রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্য’। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।

অনুষ্ঠানে থাকছে ইন্টেরিয়র ডিজাইনের নানান বিষয় নিয়ে একজন ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপথির আলাপচারিতা। এছাড়াও অনুষ্ঠানে তুলে ধরা হয় বাড়ি, অফিসসহ বিভিন্ন স্থাপনার বিস্তারিত প্রতিবেদনসহ ঘর সাজানোর বিভিন্ন উপকরণের প্রাপ্তিস্থান, বাজার দর, ইন্টেরিয়র ডিজাইনিং স্কুলের নানান তথ্য। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট ও জনপ্রিয় সব ব্যক্তিবর্গ।