যুক্তরাষ্ট্রের নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

এটিএন বাংলা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো এক জনমত জরিপে, সম্ভাব্য রিপাবলিকান  প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে, এগিয়ে গেছেন ডেমক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।

বার্তা সংস্থা রয়টার্সের চালানো জনমত জরীপে এই তথ্য বেরিয়ে এসেছে। গত মে মাসে অল্প সময়ের জন্য হিলারিকে পেছনে ফেলে জনমত জরিপে এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের ঘোষিত নীতির বিরুদ্ধে হিলারির আক্রমণ শাণিত হওয়ার পরই, জনসমর্থনে এই পরিবর্তন ঘটে গেছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ট্রাম্পের নিজ নামে তথাকথিত বিশ্ববিদ্যালয় ও সাবেক সেনাদের জন্য তোলা অর্থের বিতরণ নিয়ে সৃষ্ট সমালোচনাও ট্রাম্পকে পিছিয়ে দিয়েছে।

জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ জানিয়েছেন, তারা হিলারিকে সমর্থন করবেন, অপরদিকে ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

দুজনের কাউকেই সমর্থন করবেন না বলে জানিয়েছেন ১৯ শতাংশ ভোটার। ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ১ হাজার ৪২১ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জরিপটি করা হয়।