
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙ্গে একটি যাত্রীবাহী বাস খাদে পরে গেছে। এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে।
শুক্রবার বিকেল তিনটার দিকে ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ দুইজন নারী নিহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও তিনজন।
নিহতের বেশীরভাগেরই বাড়ী বরিশালের উজিরপুর এলাকায়।