মহান বিজয় দিবসে এটিএন বাংলার আয়োজন

এটিএন বাংলা ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিশেষ দিবসের আয়োজনে রয়েছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাটক, ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র, কবিতা পাঠের আসর, তথ্যচিত্রসহ অন্যান্য আয়োজন। ১৬ ডিসেম্বর সকাল ৭.৩০ মিনিটে প্রচারিত হবে প্রভাতী অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। অনুষ্ঠানের অতিথি কণ্ঠশিল্পী তিমির নন্দী। সকাল ৮.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘বিজয়ের আনন্দ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ৯.০৫ মিনিটে প্রচারিত হবে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ। ১০.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি নির্মাণ করেছে আমরা করবো জয় এর সদস্যবৃন্দ। ড. মাহফুজুর রহমানের পরিচালনায় প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ প্রচার হবে ১১.১৫ মিনিটে। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘চিত্রা নদীর পাড়ে’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মমতাজ উদ্দিন আহমেদ, তারিক আনাম খান, রওশন জামিল, তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। রাত ৮টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হানিফ সংকেত। সঙ্গীত পরিবেশন করেছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর এবং কুমার বিশ্বজিৎ। ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ডায়েরী ৭১’। অভিনয়ে তৌকীর আহমেদ, তারিন, খাইরুল আলম সবুজ প্রমুখ।

জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রক্তিম স্বাধীনতা’ প্রচারিত হবে ১১টায়। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কনক চাপা, বাপ্পা মজুমদার, কণা এবং ইমরান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ধারণকৃত এ অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করবেন।