বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এসএসএফ নাইট’

এটিএন বাংলায় আজ (৬ নভেম্বর) রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এসএসএফ নাইট’। এসএসএফ এর রেইজিং ডে উপলক্ষে গত ২৯ অক্টোবর বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয় বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে এটিএন বাংলা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

SSF Night 3

মনোজ্ঞ এই সাংস্কৃতিক আয়োজনে ছিল নাচ, গান, কৌতুক ইত্যাদি পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এস আই টুটুল, নিশিতা বড়–য়া, মারিয়া শিমু, সামিয়া প্রমুখ। অনুষ্ঠানে যাদু পরিবেশন করেন রাজীব বশাক। এছাড়া ছিল রনি ও শশীর কৌতুক সহ অন্যান্য পরিবেশনা। লোপা হোসাইন ও তানজিলা পৃথার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।