
এটিএন বাংলা ডেস্ক:
আইপিএলে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বুধবার বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে বৃষ্টি আইনে ৮২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।
ব্যাঙ্গালুরুর দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১২০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালভাবেই বেচে রইল ব্যাঙ্গালুরুর।
বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্যাঙ্গালুরুর দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইল।
উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারে তারা যোগ করেন ১৪৭ রান। ৭৩ রানে ফিরে যান ক্রিস গেইল। তবে ধারাবাহিকভাবে ভাল খেলা কোহলি তুলে নেন এবারের আসরে নিজের চতুর্থ সেঞ্চুরি। তিনি আউট হন ১১৩ রানে।
৩ উইকেটে ২১১ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। ১৪ ওভারে ২০৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১২০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান করেন রিদ্দিমান সাহা।